আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়া কামরুল হাসানের মৃত্যুবার্ষিকীতে ঃ দেশ আজ জানোয়ার আর বিশ্ববেহায়াদের আস্তানা।



স্বৈরাচার বিরোধি আন্দোলনের উত্তাল দিন ১৯৮৮ সালে ২ ফেব্রুয়ারি কবিতা উৎসবের সমাপনী অধিবেশণে বসে স্কেচ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পরেন পটুয়া কামরুল হাসান। শোষণ নিপিড়ণের বিরুদ্ধে পটুয়া কামরুল হাসানের শিল্পীর হাত ছিল সদা জাগ্রত। তাই ,উপনিবেশিক -প্রায় উপনিবেশিক দখলদার কিংবা ফ্যাসিবাদ আর সাম্রাজবাদের দানবীয় চেহারা বারংবার ফুলে উঠেছে তার ক্যানভাসে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিবেদিত ভাবে মানুষের বিবেক কে অন্যায় আর দুশাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়ে গেছেন। কামরুল চলে গেছেন ২২ বৎসর।

চারদিকে আজ 'জানোয়ার' আর ' বিশ্ব বেহায়া'এর উল্লাস আর দানবিয় চিৎকার। আমাদের মস্তিষ্কের সিংহ ভাগ দখল করে নিয়েছে 'জানোয়ার' আর ' বিশ্ব বেহায়া'রা। আমাদের দিবা নিশি পার হয়ে যায় এই জানোয়ার আর বিশ্ব বেহায়াদের পদ লেহণে। ব্রতাচারি নৃত্যের হুংকারে পটুয়া কামরুল জাতির ঘুমন্ত বিবেক কে ডাক দিযে যায় বার বার। ''অন্যায়ের বিরুদ্ধে লড়াই ন্যায় সঙ্গত।

'' 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' আরও ছবি দেখুনঃ Click This Link আরও পড়ুনঃ । । স্বাধীনতা'র পটুয়ার জন্য শ্রদ্ধা । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।