"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়
পাসপোর্ট করাবেন যেভাবে
কেউ যদি দেশের বাইরে যেতে চায় তাহলে প্রয়োজন পাসপোর্টের। যা বিদেশে নিজ দেশের প্রকৃত নাগরিকত্বের পরিচয় দিবে। তাই বিদেশ গমন করতে হলে পাসপোর্ট করার নিয়মাবলি সবার জানা প্রয়োজন।
১। আবেদনকারী নির্ধারিত আবদন ফরম অথবা আবেদন ফর্মের অবকল টাইপ, সাইকোস্টাইল, ফটোকপিকৃত ফর্মে আবেদন করতে পারবেন।
২। আবেদনকারীকে ইংরেজি অথবা বাংলায় দুকপি আবেদনপত্র (মুলকপি বা ফটোকপি) পূরন করতে হবে।
৩। আবেদনকারীর তিনটি পাসপোর্ট সাইজ ও একটি স্ট্যাম্প সাইজ ছবি দরকার। ছবি দুটি আবেদনপত্রের প্রতিটির প্রথম পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে লাগাতে হবে এবং ছবির উপরে সত্যায়ন করতে হবে।
৪। পনের বছরের কম বয়সি শিশুদের পাসপোর্ট তাদের মায়ের সাথে একত্রে করতে পারবে।
৫। পনের বছরের কম বয়সি শিশুদের পৃথক পাসপোর্টের ক্ষেত্রে মা ও বাবা দুজনের অথবা বৈধ অভিভাবকের স্ট্যাম্প সাইজ দুটি ছবি আবেদন পত্রের নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে এবং ছবির উপরে সত্যায়ন করতে হবে।
৬।
নতুন পাসপোর্টে বার বছরের কম বয়সি সন্তানের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে। দুটি ফরমেই প্রতি জনের একটি করে ছবি লাগিয়ে ছবির উপরে সত্যায়ন করতে হবে ও দুটি অতিরিক্ত ছবি দিতে হবে।
৭। বিদ্যমান পাসপোর্টে ১২ বছরের কম বয়সি সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে ৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে।
৮।
পাসপোর্টের আবেদন পত্র ও ছবি সত্যায়ন করতে পারবেন সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র, ডিপুটি মেয়র ও কমিশনার, গেজেটেড কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বেসরকারি কলেজের শিক্ষক, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দৈনিক পত্রিকার সম্পাদক, পৌর কমিশনার এবং জাতিয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকতা।
৯। আবেদন ফরমে আঠা দিয়ে লাগানো ছবির উপরে সত্যায়ন করতে হবে যাতে সত্যায়নকারীর সাক্ষর ও সিলমোহর ছবির ও ফরমের কিছু অংশে থাকে।
১০। নির্দিষ্ট পেশার সপক্ষে সনদপত্র দাখিল করতে হবে।
১১। সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে সন্তানের জন্ম সনদ আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
নতুন পাসপোর্ট প্রদানের সময়সীমা- (ক) অতি জরুরি অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে পাসপোর্ট পেতে হলে সোনালি ব্যাংকের যে কোন শাখায় ৫ হাজার টাকা জমা দিতে হবে।
(খ) ২১ দিনে পেতে হলে ব্যাংক জমা দিতে হবে ৩ হাজার টাকা।
(গ) ৩মাসে পেতে হলে দিতে হবে ২ হাজার টাকা।
আবেদনপত্র শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল ১০ টা- দুপুর ১টা পর্যন্ত এবং বৃহস্পতিবারে ১০টা- ১২:৩০ মিনিট পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিসে দেয়া ও নেয়া হয়।
পাসপোর্ট করতে আগ্রহীরা উপরোক্ত নিয়ম কানুনের মাধ্যমে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করাতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।