আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রি কথন

আহসান জামান

গ্রাম্যসন্ধ্যা দ্রুত গভীর হয় অন্ধকারে নিশ্চুপ মেঠোপথ পাশফিরে শুয়ে থাকে একা; কেবল কোথাও কয়েকটি শব্দ আচমকা বাড়ায় তৃষ্ণার্তকানের পিপাসা। শাঁখ বাজে; তার শব্দ আর ভয় ভর করে মনে, করুণ আবৃতি মেখে। শশ্মানে চিতা পোড়ে; উলুস্বর আর কান্নার ধ্বনি। রাত্রির উড়ুতারায় জোনাকীর ভীড় ঠেলে দূর যাত্রাগানের কলি গেয়ে কেউ কেউ ঘরে ফেরে অন্ধকার কেটে তাদের পায়ের আওয়াজে জেগে ওঠে অজানা হনন; শরীরে তালরসের পচাগন্ধের ঢল নামে অলিগলি পথ। বাতাসে উড়ে কার সোনালী চাদর আর স্বপ্নশ্লেজে ভেসে যায় আলোর প্রহর গ্রামীণরাত্রি পোড়ে অন্ধকারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।