আমাদের কথা খুঁজে নিন

   

এ ধরনের সংবাদ আর যেন না হয়: সাংবাদিকদের যোগাযোগমন্ত্রীর হুমকি

ফেসবুক আইডি:নাই

সংবর্ধনার আড়ম্বরের খবর প্রকাশে ক্ষুব্ধ হয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, এ ধরনের সংবাদ আর যেন না হয়। বহুল আলোচিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "সংবর্ধনা নিয়ে গত দুদিনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় যে লেখালেখি হয়েছে তাতে পরবর্তীতে আরও ২০টি ইউনিয়নে এমন 'সমাবেশ' আয়োজন করা হবে।" রোববার বিকালে নিজের নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "অসত্য সংবাদ প্রকাশ করে কেউ পার পাবে না।" অবশ্য মন্ত্রী এও বলেন, "এলাকার জনগণ যে সংবর্ধনা দিয়েছে তা এতো ব্যয়বহুল না করে একটু সাদামাটা করলে ভাল হতো।" সংবর্ধনা অনুষ্ঠানের অধিকাংশ বক্তাই সাংবাদিকদের প্রতি বিষোদগার করে বক্তব্য রাখেন। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলির খবরে বলা হয়, প্রায় কোটি টাকা ব্যয় করে মন্ত্রীর ইচ্ছায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে গত কয়েকদিন ধরে কালকিনি উপজেলা সদর অসংখ্য রঙিন পোস্টারে ছেয়ে ফেলা হয়। সদর এলাকার বিভিন্ন স্থানে আলোকসজ্জায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পল্লী বিদ্যুৎ সমিতি তিনদিনের জন্য তিনটি ট্রান্সফরমার স্থাপন করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.