বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
নিজের ২২তম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে এবারের অষ্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের গ্র্যান্ডস্ল্যামের সংগ্রহ ১৫ থেকে ১৬ তে নিয়ে গেলেন সুইস টেনিস সম্রাট রজার ফেদেরার। সেই সাথে গড়লেন আরও কিছু অনন্য রেকর্ড এবং নিজেকে নিয়ে গেলেন আরও অনন্য উচ্চতায়।
আজ পুরুষ এককের ফাইনালে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারেকে ৬-৩, ৬-৪, ৭-৬(১১) ব্যবধানে হারিয়ে জিতলেন বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অষ্ট্রেলিয়ান ওপেন।
এবং সেই সাথে ব্রিটিশদের গ্র্যান্ডস্ল্যামের অপেক্ষা বাড়িয়ে দিলেন আরও। বিগত ৭৪ বছরে কোন ব্রিটিশ খেলোয়াড় কোন গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেনি। অ্যান্ডি মারের ওপর ব্রিটিশরা অনেকদিন ধরেই আশা করে আছে। কিন্তু মারে আজ অব্দি কোন গ্র্যান্ডস্ল্যামই জিততে পারেননি। তিনি ফাইনালেই উঠেছেন মাত্র ২বার।
দুইবারই তিনি ফেদেরারের কাছে পরাজিত হয়েছেন। (ফেদেরার বোধহয় এবার ব্রিটিশদের জাতীয় শত্রুতে পরিণত হতে চলেছেন। )
ফেদেরার সর্বশেষবার অষ্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২০০৭ সালে। এরপর ২০০৮ সালে সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নেন। এরপর ২০০৯ সালে আবারও ফাইনালে ওঠেন।
কিন্তু রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়াতে আর চ্যাম্পিয়ন হতে পারেননি। কিন্তু এবার আর ভুল করলেন না। গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে অষ্ট্রেলিয়ায় খুব জনপ্রিয় এই সুইস টেনিস গ্রেট আবারও জিতে নিলেন অষ্ট্রেলিয়ান ওপেন।
আজকের ম্যাচে ফেদেরার যথারীতি প্রায় তাঁর নিজের খেলাই খেলেছেন। আজ তিনি আনফোর্সড এরর একটু বেশিই করে ফেলেছেন।
৪২টি আনফোর্সড এরর এবং ডাবল ফল্ট ২টি। উইনারের সংখ্যা ৫৪টি এবং এইস করেছেন ১১টি।
বিপরীতে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে আনফোর্সড এরর করেছেন ৩৬টি এবং ডাবল ফল্ট করেছেন ৪টি। উইনারের সংখ্যা ২৯টি এবং এইস করেছেন ১০টি।
রজার ফেদেরার ২০০৯ সালের ফ্রেঞ্চ ওপেন জিতে ছুঁয়েছিলেন সাবেক টেনিস তারকা পিট সাম্পাসের গড়া ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড।
এরপর উইম্বলডন জিতে নিয়ে পিট সাম্প্রাসকে পেছনে ফেলেন। এরপর ইউএস ওপেনের ফাইনালে হেরে যান হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে। এরপর আজ ২০১০ সালের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট জিতলেন তিনি। তাঁর সর্বমোট ১৬ টি গ্র্যান্ডস্ল্যামের মাঝে ৪টি অষ্ট্রেলিয়ান ওপেন। ১টি ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ৬টি।
সেই সাথে ইউএস ওপেন জয় করেছেন ৫টি।
আজকের জয় দিয়ে ফেদেরার অনেককিছুই করলেন। বাবা হওয়ার পর জিতলেন গ্র্যান্ডস্ল্যাম। যেটা নিয়ে অনেকেরই সন্দেহ ছিলো। কিন্তু তিনি আজ অনেকেরই ভুল ধারণা ভেঙে দিলেন।
তাঁর টেনিস যে আগের মতই আছে, সেটা তিনি আজ আবার প্রমাণ করলেন।
একইসাথে তিনি ঢুকে পড়লেন কমপক্ষে ৪বার অষ্ট্রেলিয়ান ওপেন জয় করা গ্রেটদের তালিকার মাঝেও। এছাড়া আরও কিছু খুঁটিনাটি বিষয় তো রয়েছেই।
অন্যদিকে গতকাল মেয়েদের এককের ফাইনালে ইউএসএ'র সেরেনা উইলিয়ামস ৬-৪, ৩-৬, ৬-২ ব্যবধানে বেলজিয়ামের জাষ্টিন হেনিনকে হারিয়ে তাঁর অষ্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রেখেছেন। গত বছরও সেরেনা উইলিয়াম অষ্ট্রেলিয়ান ওপেন জয় করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।