আমাদের কথা খুঁজে নিন

   

দু'টি সহজ ধাঁধাঁ!!


এক. এক শিকারী একটা ভালুক শিকার করলো। ভালুকটা শিকার করে সে এক কিলোমিটার দক্ষিণে এলো। তারপর ঠিক এক কিলোমিটার পশ্চিমে গেল। তারপর ঠিক এক কিলোমিটার উত্তরে গিয়েই পৌঁছে গেল সেই জায়গায় যেখানটায় সে ভালুকটি শিকার করেছিল। এখন বলতে হবে শিকার করা ভালুকটির রঙ কি? দুই. দশটি স্ট্যাকে মোট ১০০টি কয়েন রয়েছে।

প্রতিটি স্ট্যাকে কয়েন রয়েছে দশটি করে। নয়টি স্ট্যাকের প্রতিটি কয়েনের ওজন ১০০ গ্রাম করে। কিন্তু অপর একটি স্ট্যাকের ১০টি কয়েনই নকল, ওজনে কম। নকল কয়েনগুলির প্রতিটির ওজন ৯০ গ্রাম করে। কিন্তু খালি চোখে বা সিম্পলি হাতে নিয়ে নকল বুঝবার উপায় নেই।

আপনার কাছে রয়েছে একটি নিক্তি এবং প্রয়োজনীয় সংখ্যক যে কোন ওজনের বাটখারা। নিক্তিটি মাত্র একবার ব্যবহার করে আপনাকে বলে দিতে হবে কোন স্ট্যাকের কয়েনগুলি নকল? (কৈফিয়ননামাঃ নানা ঝামেলায় নতুন কোন পোস্ট লেখার সময় পাচ্ছিনা, স্থিতু হয়ে বসতে পারছিনা। এর মাঝে পুরনো একটা লেখা রি-পোস্ট দিয়েছি মাত্র। কিন্তু এ'ভাবে তো আর চলতে পারেনা। তাই সহজ দুটি ধাঁধা দিয়েই সহজ একটা পোস্ট দিলাম।

অনুমান করছি অনেকেই আগে থেকেই জানেন ধাঁধাঁ দু'টি। )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।