বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
সুইজারল্যান্ডের টেনিস গ্রেট রজার ফেদেরার তাঁর ২৩তম গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে জয় লাভ করে ২২তম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে উঠে গেলেন। সর্বশেষ ১৯টি গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ১৮টিরই ফাইনালে ছিলেন তিনি। এই না হলে গ্রেট ফেদেরার!
আজ অষ্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন রজার ফেদেরার(১) এবং ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা(১০)।
সোজাকথায় সোঙ্গাকে ৬-২, ৬-৩, ৬-২ গেমের ব্যবধানে একপ্রকার উড়িয়ে দিয়ে উঠে গেলেন এবারের অষ্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
ফেদেরার রবিবারে ফাইনালে মুখোমুখি হবেন প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ম্যারিন কিলিচকে ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-২ ব্যবধানে হারিয়ে দেওয়া গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারের। অ্যান্ডি মারের সাথে এর পূর্বে ফেদেরার আরও একবার গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন। ইউএস ওপেন ২০০৮ এর ফাইনাল। সেবার যথারীতি ফেদেরার ৬-২, ৭-৫, ৬-২ ব্যবধানে হারিয়ে ইউএস ওপেন জেতেন।
এবার তাঁরা মুখোমুখি হচ্ছে অষ্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। দেখা যাক, কে কি করেন। অ্যান্ডি মারে তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যামটি জিতবেন নাকি রজার ফেদেরার তাঁর ১৬তম গ্র্যান্ডস্ল্যামটি জিতবেন।
আজকের ম্যাচে রজার ফেদেরার দৃষ্টিজুড়ানো খেলাই উপহার দিয়েছেন বলা চলে। আজ তাঁর আনফোর্সড এররের সংখ্যা ছিল অনেক কম।
মাত্র ১৩টি। এইস করেছেন ৪টি। ডাবল ফল্ট আজ তিনি একটিও করেননি!! এবং উইনারের সংখ্যা ৩৩টি।
বিপরীতে জো-উইলফ্রায়েড সোঙ্গার আনফোর্সড এররের সংখ্যা ২৭টি। এইস করেছেন ৬টি।
ডাবল ফল্ট করে ফেলেছেন ৫টি। এবং উইনার ২১টি।
অন্যদিকে মেয়েদের এককে আগামীকাল ফাইনালে মুখোমুখি হচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউএসএ'র সেরেনা উইলিয়ামস এবং এ বছরই অবসর থেকে টেনিস জগতে ফিরে আসা বেলজিয়ান টেনিস সম্রাজ্ঞী জাষ্টিন হেনিন। বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিট থেকে খেলাটি শুরু হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।