আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো (এক কিশোরের ডায়্যারি থেকে)

ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে।

ভালো আছি এইতো বেশ ভালো আছি, কষ্ট নেই বুকের মাঝে, কান্না নেই দুচোখে, ভালোবাসা নেই অন্তরে, তাই বিষাদও নেই। নেই না পাওয়ার যন্ত্রনা। ভালোই তো, ভালো আছি।

স্বপ্ন দেখা ছেড়েছি সেই কবে। হারিয়ে যাওয়া স্মৃতিও খুজিনা কতদিন? বন্ধূর পথ ধরে হাঁটাও ছেড়েছি অনেক কাল আগে, শুধু বেঁচে আছি অসাড় হৃদয় নিয়ে। এর মাঝে কি করে বলি, ভালো নেই। আমার লেখা চিঠিগুলো হয়তো হারিয়ে গেছে, হয়তো আমি আর নেই তোমার স্মৃতির মাঝে। তবুও আছে আমার স্মৃতির ক্রন্দন, আর আছি আমি, আমার মতন।

তাইতো বারবার বলি, ভালো আছি, ভালো আছি। (কৈশোরের কোনো এক কালে খাপছাড়া অর্থহীন কথাগুলো ডায়্যারির পাতায় লেখা হয়েছিলো। এখন আর মনে নেই কবে, কি কারনে লেখা হয়েছিলো। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।