আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে দু’টি আবাসিক ভবন ধসে নিহত ৬

বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা এইচজে তাপারিয়া জানিয়েছেন, ভোর ৪. ৩০ মিনিটের দিকে তিনতলা ভবন দু’টি ধসে পড়ার সময় পারস্পরিক সংঘর্ষ হয়। তখন ভবন দু’টির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ১৩ থেকে ১৪টি পরিবার ওই দুই ভবনে বসবাস করতো। ৩৫ বছর আগে ভাদোদারা নগর উন্নয়ন কর্তৃপক্ষের (ভিইউডিএ)করা বিশাল আবাসন প্রকল্পের অংশ ছিল ওই দুটি ভবন।

এই প্রকল্পের আওতায় আরো ৫৪টি একই ধরনের ভবন রয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটারে লিখেছেন, “ভাদোধারায় দুটি ভবনের ধসে পড়ার খবর শোনামাত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমার সহকর্মী মন্ত্রী নিতিনভাই দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছেন। ” ওই আবাসন প্রকল্পের বাসিন্দাদের ক্ষুব্ধ আত্মীয়স্বজন প্রকল্প এলাকার বাইরে জড়ো হয়েছেন। আর অপরদিকে উদ্ধারকর্মীরা ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ধসে পড়া ভবনে থাকা এক পরিবারের আত্মীয় আমুদান বলেন, “আমার পুরো পরিবার ওখানে ছিল। মামা, খালা এবং তাদের দুই সন্তান। আমি জানি না তারা কেমন আছে। ফোন করছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। ” ভাদোদারার পৌর কমিশনার মনিশ দুবে জানান, ধসে যাওয়া দুই ভবনের একটি ভবনের অধিকাংশ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।

“জীবিতদের উদ্ধার করার বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। ” দুর্ঘটনাস্থলে নিয়োজিত উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পাহাড়সমান ধ্বংসস্তূপ পরিষ্কার করে তৎপরতা চালানো সত্যিই খুব কঠিন কাজ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.