আমাদের কথা খুঁজে নিন

   

খোদার কসম আর ভালা লাগে না

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

আন্ধার নাইম্যা আসে উজান ঢেউয়ে- ও কাঙালের মা, তুমি অহনো কাউন বাছতাছো? আব্বা-ভাইজানের কাঙালিভোজ কি হরদিনই লাইগা থাকে! কাঙাল বানাইয়া আর কত ভোঁজ করাইবা কও দেহি? দ্যাশের কচি মাইয়াগুলান ঢেউ বানাইয়া ফার্মগেটের উড়ালসাঁকো পার হইয়া কোথায় মিলাইয়া যায়- তোমরা কি কেউ কইবার পারো? চারপাশে কত কত ঢেউ উপচাইয়া পড়ে। লালচে-কালচে ঢেউ...। ঢেউয়ের মইধ্যে জোনাকপোকাগুলান হারাইয়া যায় চোক্ষে-মুখে হালায় আন্ধার দ্যাখে গরীর সয়ফুলের কইন্যা মুন্নুজান। আল্লাই কইতে পারে, কাপুর-কুপুরের লেডিগুলান কিতনা ঢেউ খেলবার পারে! সিনায়-সিনায়, নাভিতে-নাভিতে, বুকের মধ্যিখানে ঝাঁকানাকা ঢেউ ওঠে- আমি তো মাগার কিছুই বুঝবার পারি না। সেনের চিকনা মাইডা দুডাও কি কম! চামে চামে আমাগো রানীও ঝড় তোলে গতরে একখান।

হের উরু নিতম্ভ দেইখ্যা দেইখ্যা মুজাহিদ-মতি মওলানার বুজরকি খানখান। বলি গো কন্যা আর কত ঢেউ তুলবা গো তোমরা গোলাপী গতরে? এবার ক্ষ্যামা দেও। আমাগো পোলাপানের পিন্দনের পাজামা ভিইজা যায়...। কী ভাবতাছেন ভাবীসাব? আরও কত্তো বাহরী সাজগোজে প্রেস-কনফারেন্ম চলবে কন দেহি? সেই যে ভাইজান একখান টিনের চাল আর লক্কড়-মার্কা সাইকেল রাইখ্যা গেলেন হেইডা কোন ঢেউয়ে ভাসাইয়া দিলেন একবার খুইল্যা কন! হুনছেননি পিচ কমিটির মামুজানগো, আমাগো ঘরেত চাইল নাই; প্যাটে দশ গেরামের আগুন জ্বলতাছে! আল্লার দোহাই এবার জানবার চাই, সিরিজ বোমা ফুটানোর কারবারীখান কবে খামোস দিবেন? কইতাছি ও আমার বুবু, হুনছো নি ভাবিজান? আমাগো সবই কিন্তুক শ্যাষ। মানষে খায় মানষের রক্ত।

কপালে কী একখান কালা কাপড় পিইনদ্যা ওরা পথে ঘুরতাছে ক্যান? কন দেহি ওরা আর কোন ঢেউয়ের গল্প বুনবার চায়! খোদার কসম আর ভালা লাগে না। এবার ক্ষ্যামা চাই। থাকবার চাই সহিসালামতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.