আমাদের কথা খুঁজে নিন

   

খোদার রাহে বিলিয়ে দাও জীবন ও অর্থ

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

খোদার রাহে বিলিয়ে দাও জীবন ও অর্থ । জীবন বলতে জীবনের সকল প্রয়োজন, সকল চাহিদা যা আপনার হতে পারত, সেটা। অর্থ বলতে নিজেকে নিঃস্ব করে অন্যকে সবল করার প্রয়াস। জীবন বলতে পৃথিবীর প্রতি আকঁড়ে পড়ে থাকার যে মায়া তার প্রতি উপেক্ষা করে খোদার প্রেমে নিজেকে উৎসর্গ করার প্রয়াস। অর্থ বলতে একটি সুন্দর প্রাসাদ নির্মান হেতু টাকা পয়সার খরচের চেয়ে একজন গরীব রোগীকে সাহায্য দ্বারা আরোগ্য করার প্রয়াস।

আমার ঘুম, আমার রাত, আমার জীবন, আমার আমিত্ব, অন্য কারও প্রতি আমার প্রভূত্ব এ সকলকে উপেক্ষা করে একজন আল্লাহর দাসত্ব করা এবং তার অমীয় বাণী প্রচার ও প্রসার ও মানুষের মনে এর প্রতিষ্ঠার জন্য তাড়না সৃর্ষ্টি করা। এ নয় যে, কারও প্রতি জোর করে ধর্ম কে চাপিয়ে দেয়া কিন্তু ধর্মকে দাবিয়ে রেখে স্বার্থ হাসিল করাও ইসলাম সমর্থন করে না। তাই খোদার রাহে বিলিয়ে দাও জীবন, ঐশ্বর্য্ । আপনার আমার সময় আমাদের জ্ঞান, আমাদের মান -অভিমান। সংস্কৃতি আর সম্প্রদায় আত্মীয়তা আর দুরুত্ব কোনটাই খোদার রাহে অপূর্ণ নয়, সকল অধ্যায়কে পূর্ণতা দিয়ে নিজের প্রতি মায়া, জগতর প্রতি মোহ আর আমিত্বকে ধ্বংস করার মহান ব্রতীই খোদা প্রেম।

জৃর্ণ পৃথিবী বাহুডোরে তুই বাধা ৩ফুট মাটির চেয়ে কি আর পাবি জাদা। তাই খোদার রাহে জীবন আর অর্থ সবই লুটিয়ে দে খোদার স্বার্থে, বাকী সব ব্যর্থ। তোর স্বার্থ তোর প্রভূত্ব, সবই অনর্থ। শুধু পড়ে রবে আমিত্ব নিঃসঙ্গ মাটির ভেতর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.