কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
কার জন্যে লিখবো , কি আশায় লিখবো। বড় জোড় একটি মন্তব্য দিবেন বা প্লাস অথবা মাইনাস। হতাশা গ্রস্থ কখনো ছিলাম না। চরম আশাবাদি একজন মানূষ , এখন হতাশায় নিমজ্জিত। ভাগ্য ভালো বলতে হবে টিনেজার বা চরম ভয়ংকর অবস্থার বয়স পেরিয়ে এসেছি অনেক আগে।
আশেপাশের মানূষের নোংরামী বা চিন্তার পরিবর্তন ঘটেনি। যেনতেন ভাবে টাকা কামানোকেই তাদের মূল অনুসঙ্গ মনে করে। মানবতাবোধ সহমর্মিতা শুধু বাংলাব্লগ অথবা ফেস বুকে দেখা যায়। কিন্তু সেই অবস্থান থেকে একচুল পরিমান কেউ সরে আসেনা। তাহলে কি সামাজিক ওয়েবসাইট কি. ... ......... ......সেন্সর কিসের যোগাযোগ।
শুধু শুধু বহুজাতীক সফটওয়্যার কোম্পানীর কাছে নিজের সব তথ্য ভান্ডার তুলে দেয়া। বাংলাদেশ নামের নগ্ন ছবির ওয়েব সাইট খোজলে পাওয়া যায়। যাতে অসংখ্য বাঙ্গালী ললনার নগ্ন ছবি,আমাদের দেশের প্যাটার্নে তৈরী হয়েছে ওয়েব সাইট পুরুষীও মহাকালের যাবতীয় লিপ্সা সেই নগ্ন ছবির প্রতি কিন্তু পবিত্র একটু ভালোবাসা বড়ই অনুপস্থিত,তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে ভালোবাসা নিষেধ্য ,সবাই কি শুধু মেকি ভালোবাসায় নিমজ্জিত থাকবে। আর ভালোবাসলেই একনাগারে ঘৃণা প্রকাশ করতে থাকবে। এই ঘৃণা কি আমার প্রতি না সকল পুরুষের প্রতি বুঝে উঠতে পারছি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।