স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ২০১১ সালে যা করার করেছিলাম, এই বছরটা মনে হচ্ছে এভাবেই পড়ে পড়ে যাবে কিছুই করা হচ্ছেনা নিজের জন্য। নিজের প্রোফাইল ভারী করার আগে অপরকে ঠেলছি কাজ করার জন্য। কেউ করছে, কেউ করছে না।
মাস্টারব্লগে যেসব পোস্ট ছিলো সব গুলো একবারে মুছে দিয়েছিলাম, এবার ফিরিয়ে আনলাম। সব পোস্ট 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এর টিক চিহ্ন উঠিয়ে নতুন করে পোস্ট দিলাম।
যাদের প্রয়োজন তারা যেনো আমার ব্লগে এলেই খুঁজে পায়। যদিও এই লেখাগুলো অনলাইনব্যাপী ছড়িয়ে আছে। আরো এক কপি হয়তো জমা হবে সিনেমা পিপলস ব্লগেও।
ফিল্ম নিয়ে আর কোন সিরিজ লিখবো কিনা জানিনা; আগের মতো অদম্য আগ্রহ অনুভব করছিনা। যারা শুধু ফিল্ম নিয়ে লিখালিখি চালায়া যেতে বলছেন তারা দয়া করে কমেন্ট কইরেন না... না, এক কাজ করেন - আমার ব্লগেই আর আইসেন না।
আপনার থেকে পাওয়া দুইটা 'পঠিত', একটা লাইক বা প্রিয়তে নেয়া আমার একবেলা ভাতের যোগান দিবেনা। সো, দূরে থাকুন।
যেসব কাজগুলো করেছিলাম - যা আসলে কিছুই হয়নি - সেগুলা একটা পোস্টে দিচ্ছি। কাজগুলো থেকে যা অর্জন তা হলো অভিজ্ঞতা, এবং আরো কাজ করার অনুপ্রেরনা। আরেকটা ব্যাপার বুঝলাম - ফিল্মমেকিং একটি টিমওয়ার্ক।
একলা সব কাজ করা যায় - কিন্তু করা উচিত না।
প্রথম শর্ট ফিল্ম - Loophole
দ্বিতীয় শর্ট ফিল্ম - The Lost Dream
তৃতীয় শর্ট ফিল্ম - Under The Clouds Of Love - ট্রেইলার
বন্ধু গ্যাব্রিয়েল সুমন এর ডিরেকশনে একটি এক মিনিটের প্রোজেক্ট - আমি ক্যামেরায়
বক্স ফিল্ম (টিভি ড্রামা) - ভবঘুরে - ট্রেইলার
প্রথমে অনলাইন বেইজড তৈরী হলেও সিনেমা পিপলস আস্তে আস্তে তার নেটওয়ার্ক বাড়াচ্ছে। সিনেমা পিপলস এর ব্যানারে স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগীতা হয়ে গিয়েছে; সামনে শর্ট ফিল্ম প্রতিযোগীতা হবে। সিনেমা পিপলস কোণ প্রোডাকশন কোম্পানী নয়; নয় কোন কর্মশালার নাম। এটা বাংলাদেশের নবীন-প্রবীন ফিল্মমেকারদের নেটওয়ার্ক।
এবং এই নেটওয়ার্ক আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আমরা স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে।
সিনেমা পিপলস এর অন্যান্য মেম্বারদের কাজ
কাশফী আহসান বৃষ্টির ডিরেকশনে - সূচনা
[কাশফীর দ্বিতীয় শর্ট ফিল্ম]
তাহমিদ অংশুর ডিরেকশনে - ফাদ (মুক্তি পাবে আগামীকাল)
[অংশুর প্রথম শর্ট ফিল্ম]
ভিকি জাহেদ এর ডিরেকশনে - The Disguise
[ভিকির প্রথম শর্ট ফিল্ম]
তন্ময় ফেরদৌস এর ডিরেকশনে Role Taking Theory
আসলে মেম্বারদের অনেকের অনেক শর্ট ফিল্ম, টিভিসি, নাটক বানানোর অভিজ্ঞতা থাকলেও গ্রুপে জয়েন করার পর যেসব কাজ করেছেন সেগুলো শেয়ার দিলাম।
মাহদী হাসান
ফ্রীল্যান্স ফিল্মমেকার
সিনেমা পিপলস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।