আমি জাতির আধার রাতের আলো... সম্প্রতি ইভটিজিং নামক নারী টিজিং এর অপতৎপরতা বেড়ে যাবার প্রেক্ষিতে একেবারে প্রকাশ্যে পত্রিকার মাধ্যমে খুন তথা হত্যাকান্ডের আহবান জানিয়ে তথাকথিত মুক্তবুদ্বির জীব সাহিত্যিক হাসান আজিজুল হক বলেছে-আপনারা প্রতিরোধ করতে পারেন না? একদিন সবাই মিলে প্রতিবাদ কর”ন। সবাই মিলে মারলে দুয়েকটা হয়তো মরে যেতেও পারে। মর”ক , সবাই মিলে মারলে কোনো ক্ষতি নেই! নাউজুবিল্লাহ! প্রমান; কালের কন্ঠ/২৯-১০-১০ অন্যায় প্রতিরোধের জন্য এভাবে প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নিয়ে একবারে খুন করার আহবান কিভাবে একজন জাানালো এবং তা পত্রিকাওয়ালারা ছাপলো তা কোন বিবেকবান মানুষের মাথায় আশার কথা নয়। শুধু তাই নয় এবার সামুতে একটি ষ্টিকি পোষ্টে ইভটিজিং নামক নারী টিজিংয়ের বিরুদ্ধে ঘোষিত হল সরাসরি যুদ্ধ। কেবল কথা নয়, মুখোমুখি প্রতিবাদ—এই অঙ্গীকার নিয়ে গঠিত হল ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনী। পাঠক! এখন এই এক নারী টিজিং এর জণ্য যদি সরাসরি পিটিয়ে হত্যা করা জন্য আহবান জানানো যেতে পারে, ইভটিজিংয়ের বিরুদ্ধে ঘোষিত হয় সরাসরি যুদ্ধ-গঠিত হয় ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনী....... তাহলে এই ৯৫% মুসলিম অধ্যূষিত বাংলার জমিনে যে বা যারা কুফরী গনতন্ত্র চালুর জন্য মানুষকে বাধ্য করে, হারাম গান বাজনা, সিনেমা নাটক, খেলাধূলা বেপর্দা-বেহায়াপনা করতে বাধ্য করে এমনকি এগুলোর জন্য কোর্টের মাধ্যমে র”ল জারী করে তাদেরকে ঠেকানোর জন্য কি করা উচিত কিংবা কিভাবে ঠেকিয়ে তাদেরকে প্রতিহত করে মুসলমানরা তাদের দ্বীন ধর্ম রক্ষা করতে পারে সে বিষয়ে যদি কথিত কথা সাহিত্যিক ও পত্রিকাওয়ালাদের কাছে কোন পরামর্শ থাকে তবে তা অতিস্বত্তর দিতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।