আমার উপরে কত গাড়ী চলে!
দেশদ্রোহী জামায়াত,
হবে কি তোদের শাফায়াত?
একাত্তরের ইস্যুতে,
মুখ ভরিয়ে দিব হিসুতে।
তোদের এত সাহস কেন?
এদেশ তোদের বাপের যেন।
এদেশের মাটি থেকে সর
তোরা দূরে গিয়ে মর।
মরলেঃ
ছিলে নিব তোদের চামড়া ও হাল,
তোরা তো আসলে পাকিস্তানী মাল।
সেই চামড়া দিয়ে বানাব ডুগডুগি,
হাতে থাকবে বৈঠা ও লগী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।