জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম নায়ক হচ্ছেন। আর তার বিপরীতে অভিনয় করছেন লাক্স সুন্দরী অর্ষা। 'মহুয়া মঙ্গল' চলচ্চিত্রের মাধ্যমে তারা জুটি হয়ে পর্দায় আসছেন। চলচ্চিত্রটি নির্মাণ করছেন অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী নারী নির্মাতা রওশন আরা নিপা। ময়মনসিংহ গীতিকার 'মহুয়া সুন্দরী' গল্পের ছায়া নিয়ে এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়েছে।
এতে বিদেশ ফেরত লোকসংস্কৃতি গবেষক চরিত্রে অভিনয় করছেন প্রীতম। আর নায়ক প্রীতমের বিপরীতে যাত্রাবালা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।
নির্মাতা রওশন আরা নিপা জানান, এই চলচ্চিত্রে নায়ক প্রীতম আহমেদের খবরটি ছিল বেশ চমকিত হওয়ার মতো। সেই চমকের রেশ কাটতে না কাটতে আমরা আমাদের আরেকটি চমক অর্ষার নাম ঘোষণা করলাম। আমাদের চিত্রনাট্যের মাপে নায়কের মতো নায়িকা চরিত্রটিকেও অনেক দিন ধরে খুঁজছিলাম।
অতঃপর গত সোমবার আমরা আমাদের কাঙ্ক্ষিত নায়িকা পেয়েছি। আশা করছি পর্দায় প্রীতম-অর্ষা জুটির রসায়নটা জমবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।