আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই এ জেমস প্রীতমের সঙ্গে ব্যান্ড গড়বেন

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আবারো মুম্বাই যাচ্ছেন জেমস। আজই মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এই ব্যান্ড তারকা। এবারের সফরে একমাস মুম্বাইতে অবস্থান করবেন জেমস। এর মধ্যে অনুরাগ বসুর পরিচালনায় নির্মীয়মাণ 'মেট্রো' ছবিতে প্ট্নেব্যাকের পাশাপাশি পর্দায় জেমসের পারফর্ম করারও সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে জেমস বলেছেন, 'এখনো সবকিছু জানি না। ওখানে যাওয়ার পরই পর্দায় পারফর্ম করার বিষয়টি চূড়ানত হবে। ' ভারতের সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবতর্ীর সঙ্গে একটি ব্যান্ড গঠন করছেন জেমস। নগরবাউল ব্যান্ডের এই দলীয় প্রধান জানিয়েছেন, 'প্রীতমের সঙ্গে একটা ব্যান্ড গঠন করার চিনতাভাবনা অনেক আগে থেকেই। এবার সে কাজটিও শেষ করে আসব।

তবে ব্যান্ডের নাম কী হবে তা এখনই জানাতে পারছি না। এ ব্যান্ড আনতর্জাতিকভাবে পারফর্ম করবে। ' মুম্বাই যাওয়ার আগে জেমস তার সপ্তম একক অ্যালবামের কাজ শেষ করে গেছেন। অ্যালবামের নাম রাখা হয়েছে 'মাছে মাছে কোলাহল'। এতে মোট আটটি গান থাকছে।

বেশিরভাগ গানের কথা লিখেছেন জেমস। গানের সুর ও সঙ্গীত জেমসের নিজেরই করা। আসছে ঈদের পর সুবিধাজনক একটি সময়ে অ্যালবামটি প্রকাশ করা হবে বলে জানান তিনি। ঈদে কোনো ডুয়েট কিংবা মিক্সড অ্যালবামেও তাকে পাওয়া যাবে না। কারণ নীতিগতভাবে জেমস সিদধান্ত নিয়েছেন অন্যের করা সুরে কোনো দ্বৈত বা মিক্সড অ্যালবামে আর গাইবেন না।

যা-ই করবেন নিজের সুরে এবং নিজস্ব ঢঙে। ভারত সফরে হিন্দি একক অ্যালবামের কিছু কাজও করবেন। এবারের সফরে জেমস একাই ভারত যাচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।