এতকাল মুখভর্তি দাড়ি আর ঝাঁকড়া চুলেই দেখা গেছে বাঙালি বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতমকে। তবে সম্প্রতি তার চুল-দাড়ি ছাঁটানোর উদ্যোগ নিয়ে নতুন এক প্রীতমকে উপহার দিয়েছেন 'জগ্গা জাসুস' ছবির প্রযোজক-অভিনেতা রণবীর কাপুর। প্রীতমের নতুন এই রূপ বলিউডে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বলিউডের অভিনেতা রণবীর কাপুর ও বাঙালি বংশোদ্ভূত বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসুর পিকচার শুরু প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম ছবি 'জগ্গা জাসুস'। এটি পরিচালনা করছেন অনুরাগ। আর সংগীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রীতমকে। কমেডিধর্মী ছবিটির নামভূমিকায় রয়েছেন রণবীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।