ভারতীয় এয়ারটেল, ওয়ারিদ টেলিকমের ৭০% শেয়ার মাত্র ১ লক্ষ ডলারে কিনে কিনেছে !! এটা পুরানো খবর !
পড়ুন br /> Click This Link
তবে বাকি টাকা কে কে পাইলো কেউ জানেন নাকি ??
আমি একটি টেকনিক্যাল বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি br />
দুর্জনরা কয় ( এরা কারো কারো ভাষায় স্বাধীনতা বিরোধী হতে পারে!! )
ভারতীয় এয়ারটেল আসলে উদ্দেশ্য ভারতের সেভেন সিস্টারে নেটওয়ার্ক সম্প্রসারন । যেটা ওয়ারিদের নেটয়ার্ক পাওয়ায় সহজে করা যাবে ।
সহজ হিসাব হচ্ছে, বাংলাদেশের সীমান্ত ঘেসে ওয়ারিদের নেটওয়ার্ক সম্প্রসারন ও শক্তিশালী করা হবে । এতে ভারতের সেভেন সিস্টারে এয়ারটেলের মার্কেট বাড়ানো সহজ হবে ।
আর গান গাওয়া হচ্ছে " বাংলাদেশের বাকি বাজার উন্মুক্ত হওয়ায় ভারতীয় এয়ারটেল জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। "
আমি এখন এসব মজাই দেখি ।এক শ্রেনীর দালালরা নানা রকম গান গাচ্ছে এবং গাবে , যে এয়ারটেল আসায় কত কি হবে ।
যে কোম্পানীর আগমন ২ নাম্বারির মধ্যে দিয়ে(কিনছেও ২ নম্বর কোম্পানী) , তারা আর কি করবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।