বলতে পারো?
কোন্ মেঘেতে 'বৃষ্টি' হাসে
কোন্ মেঘেতে সূর্য,
কোন্ মেঘেতে 'ঝিরি হাওয়া'
কোন্ মেঘেতে বজ্র।
কোন্ গগনে তারার মেলা
'শুকতারা' 'অরূন্ধতী',
কোন্ আকাশে 'পূর্ণিমা' চাঁদ
নিশীথ প্রদীপ বাতি।
কোন্ হাওয়াতে ভেসে বেড়ায়
মিষ্টি-মধুর শব্দ,
কোন্ দিঘীটার শীতল জলে
ফোটে আমার 'পদ্ম'।
কোন্ বাগিচায় নীল ভোমরা
গুন গুন গান গায়,
কোন্ বাতাসে জংলী ফুলের
সুবাস পাওয়া যায়।
কোন্ সুর'টি মন ছুঁয়ে যায়
নিত্য আমার সাথী,
কোন্ শাখাতে দোল খেয়ে যায়
হলদে 'সোনাপাখী'।
কোন বনে'তে পেখম মেলে
নাচে 'ময়ূরী',
কোন্ মনে'রি 'কৃষ্ণ - রাধা' য়
হয়না ছাড়াছাড়ি।
পারলে না ভাই পারলেনা তো
এমন সহজ ধাঁধাঁ,
আজ তাহলে বলবো না আর
থাক্ সে বুকেই বাঁধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।