শহরের যুগিরঘোল এলাকায় জৈনপুরী পীর সাহেবের খানকায় আনুষ্ঠানিকভাবে বুধবার এ সংযোগের উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ তোফায়েল আহমেদ এবং পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।
দেড়যুগ আগে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। দীর্ঘদিন ধরে ভোলার মানুষ গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য গ্যাসের দাবি জানিয়ে আসছিল।
১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাহবাজপুর গ্যাসক্ষেত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) দুইটি কূপ খনন করে।
২০০৮ সালে ভোলার ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহের মধ্য দিয়ে এ ক্ষেত্রের গ্যাসের ব্যবহার শুরু হয়।
২০১০ সালের ৩ জানুয়ারি ভোলা শহরে গৃহস্থালী কাজে গ্যাস সরবরাহের জন্য পৌর এলাকায় ২০ কিলোমিটার সরবরাহ লাইন বসানো হয়। গ্যাস সরবরাহের জন্য সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠন করে তাদের দায়িত্ব দেয়া হয়।
লাইন বসানো শেষ হওয়ার পর সরকারি নিষেধাজ্ঞার কারণে সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সম্প্রতি গ্যাসের নতুন সংযোগ প্রদানের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে আবার কার্যক্রম শুরু হয়।
গত রোববার (২৫ অগাস্ট) অগ্রণী ব্যাংক, ভোলা শাখার মাধ্যমে গ্যাস সংযোগের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।