আমাদের কথা খুঁজে নিন

   

মৌচাকে ঢিল

ধনযবাদ

ছাত্রদলের ওপর হামলা করে সরকার মৌচাকে ঢিল দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, মৌচাকে ঢিল দিলে কী হয়, তা নিশ্চয়ই সরকারের জানা আছে। নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে গত বৃহস্পতিবার ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের ওপর হামলা ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের ওপর হামলার কারণে যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়, তবে এর দায় সরকারকে নিতে হবে।

খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, যখন বিএনপি ছাত্রদলকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন সরকার এই হামলার মাধ্যমে আন্দোলন দমনের অপচেষ্টা করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারতের সঙ্গে অসম চুক্তি বাস্তবায়ন করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করতে হবে। সরকারের বাকশালি আচরণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, ক্যাম্পাসে হামলাকারীরা যদি ছাত্রদলেরই হয়ে থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করুন। সমাবেশে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, মাহবুবউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার হোসেন শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবন এলাকায় স্থাপিত মাজারে জিয়াউর রহমানের লাশ আছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

এ প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য একজন প্রধানমন্ত্রীর মুখে মানায় না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।