আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারের ব্যাচেলর পাত্রদের জন্য অপরূপা সুন্দরী কিছু পাত্রীর সন্ধান !

যদি আমি ঝঁরে যাই একদিন কার্তকের নীল কুয়াশায়

এখন যৌবন যার, বিয়ে করার শ্রেষ্ঠ সময় তারই। তাই যুদ্ধেও দামামা নয়, চারিদিকে বাজছে শানাইয়ের সুর····। কিন্তু সেই সুরের মুর্ছণায় এখনও মোহিত হয়নি এমন মানুষের সংখ্যা নেহায়েত অল্প নয়। হাজারো মানুষের ভীড়ে কেউ কেউ এখনও নিসঙ্গ পথযাত্রী। আর কেউ বা জুটিয়ে নিয়েছেন জীবন সঙ্গী/সঙ্গীনীকে।

ভাসছেন আনন্দ স্রোতে। এমন আনন্দ দিনের অপেক্ষায় আছেন আমাদের স্বপ্ন জগতের নামী-দামী অনেক নারী নক্ষত্রই। আর পাঁচটা বাঙালি নারীর মতোই সুন্দর সংসার জীবনে প্রবেশের স্বপ্নের জাল বুনেন এসব সুন্দরী রমনীরাও। কেমন পাত্র চান তারা? আজকে দৈনিক ইত্তেফাকের আনন্দ-বিনোদন পাতায় রকিব হোসেনের লেখাটি পড়ে, সেটিকে ঈষত পরিবর্তন করে সামহোয়ারের ব্লগার ভাই-বোনদের জন্য এই পোষ্ট। কে জানে, সামহোয়ারের কোন ব্যাচেলর ব্লগ বন্ধুও হয়ে যেতে পারেন এমন কোন সুন্দরী তারকার আজীবনের সঙ্গী।

------------প্রতিটি নর বা নারীর জীবনে এমন একটি সময় আসে যখন কল্পনার মানসপটে প্রত্যেকেই একজনের ছবি আঁকেন। আর সেই কল্পনার মানুষটি যখন বাস্তôবে এসে ধরা দেয়, তখন আনন্দের আর সীমা থাকে না। তবে মনের এই মানুষটিকে একান্তে পাওয়ার জন্য সামাজিক অনেক নিয়মের পথ ধরেই হাঁটতে হয় সবাইকে। একই বৃত্তে দুটি জীবনের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার অপর নাম বিয়ে। আর বিয়ে হলো নারী পুরম্নষের একসঙ্গে থাকার অনুমতি পাবার একটি সামাজিক চুক্তি।

এখন বিয়ে মৌসুম। ষড় ঋতুর এই দেশে শীত মৌসুমেই সাধারণত বিয়ের উতসব জোরালোভাবে চোখে পড়ে। এমন শৈত্য-প্রবাহমান শীতে আমাদের ব্যাচেলর নারী তারকারা বিয়ের মত উষ্ণ একটি বিষয় নিয়ে কি ভাবছেন। এই শীতেই একান্ত কারো আরও বেশি উষ্ণ হওয়ার কোন পরিকল্পনা আছে কি না। অন্য দশটা সাধারণ মানুষের মতোই আমাদের শো-বিজ তারকারা তাদের হßদয় ক্যানভাসে আঁকি-বঁুকি করে আঁকার চেষ্টা করেন স্বপ্নের মানুষের ছবি।

তারাও বাঙালি অন্য নারীদের মতোই নিজের পছন্দের পাত্রের জন্য অেপক্ষার প্রহর গুনেন। প্রিয়জনকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা ও তাকে নিয়ে নানা ভাবনার মায়াজালে নিজেকে জড়ান তারকাদের অনেকেই। আমাদের নারী তারকা কেমন পাত্র চান? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে। সময়ের আলোচিত তারকা চিত্রনায়িকা বিন্দুকে দিয়েই শুরু করা যাক। আমাদের তারকাদের কেউ কেউ স্বদেশী পাত্রকে প্রাধান্য দিলেও এেক্ষত্রে বিন্দু প্রবাসী পাত্রকে তার পছন্দ বলে জানালেন।

সুতরাং অবিবাহিত প্রবাসীরা যোগ্যতার আয়নায় নিজেকে দেখুন আপনি বিন্দুর উপযুক্ত কিনা? বর কেমন হবে এমন প্রসঙ্গে বিন্দু বললেন, ‘আমার বয়স এখন ২২ চলছে। আমি চাই ৩৩ বছর বয়সে বিয়ে করতে। হা-হা-হা-হা! আমি চাই আমার বয়সের সঙ্গে পাত্রের ৬ বছরের ব্যবধান থাকুক। ’ কণ্ঠশিল্পী মিলা নিজের বর হিসেবে যাকে প্রাধান্য দিবেন তাকে অবশ্যই সুন্দর মনের মানুষ হতে হবে। তিনি মুখে যা বলবেন কাজের সঙ্গে তার মিল থাকতে হবে।

মিলার জবানীতে, ‘আমি চাই এমন একজন মানুষ যে আমাকে এবং আমার অনুভূতিগুলোকে সহজেই যেন বুঝতে পারে। শিিক্ষত পাত্র আমার পছন্দের তালিকায় অবশ্যই প্রাধান্য পাবে। আমি বলব না, পাত্রের চোখ সুন্দর, গায়ের রঙ ফর্সা, মাথাভর্তি কালো চুল তা থাকতে হবে। তবে এই গুণগুলো যদি তার থাকে তাহলে পস্নাস। ’ দেশের দুই শীর্ষ চিত্রনায়িকা শাবনূর ও পপি পাত্রের অর্থনৈতিক অবস্থাকে বড় করে দেখবেন না বলে জানালেন।

তবে তারা যাদের নিজের জীবনের সঙ্গে জড়াবেন তাদেরকে অবশ্যই স্ত্রীর পছন্দের মর্যাদা দিতে হবে। পপি ও শাবনূর দু’জনই একই পেশায় কাউকে বিয়ে করতে চান না। তাদের ধারণা স্বামী-স্ত্রী দু’জন যদি একই পেশার হয় তাহলে সংসারে সুখ আসে না। ’ কক্তশিল্পী তিশমা বলেন,‘আমি এখনো নিজেকে টিনএজ মনে করি। আরো দশ বছর পর বিয়ের পরিকল্পনা করব।

তবে আমার বরকে অবশ্যই এডুকেটেড হতে হবে। ’ খ্যাতিমান মডেল মোনালিসা নিজের পছন্দের পাত্রের বর্ণনায় বললেন, ‘আমার বর যিনি হবেন তাকে অবশ্যই শিিক্ষত ও মার্জিত হতে হবে। আমি শুধু একাডেমিক শিক্ষার কথা বলছি না। তাকে সবদিক দিয়েই সুশিিক্ষত হতে হবে। সুন্দর মনের একজন মানুষের সঙ্গেই আমি নিজেকে জড়াতে চাই।

’ নোয়াখালী, বরিশাল ও ঢাকাইয়া কুট্টি-পাত্র যে জায়গারই হোক না কেন এটা কোনো সমস্যা মনে করেন না মোনালিসা। তবে একটা জায়গায় তার ঠিকই আপত্তি আছে। মোনালিসা বললেন, ‘পাত্রের মাথায় চুল না থাকলে চলবে না। ’ হায়রে! আমার মত টাক মাথার লোকদের কী হবে রে····! অভিনেত্রী তিশা পাত্রের বিষয়ে তার প্রথম শর্তের কথা নিয়ে বলেন, ‘তাকে অবশ্যই ভাল একজন মানুষ হতে হবে। দেখা গেল, সে ঠিকই উচ্চ শিিক্ষত কিন্তু ভেতরে ভেতরে একজন নিচু মানসিকতার মানুষ, তাহলে চলবে না।

আমার বরের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভাল হলেই চলবে। বিশেষ কোনো অঞ্চলের পাত্রের প্রতি আমার কোনো দুর্বলতা নেই। ’ তিশা চান বরের সঙ্গে তার কমপ েক্ষ পাঁচ বছর বয়সের পার্থক্য থাকুক। লাক্স সুপারস্টার মম এমন পাত্রকে বেছে নিবেন বলে জানালেন, যে তাকে পুরোপুরি বুঝতে সক্ষম হবে। একই পেশার কেউ হলে তার কোনো সমস্যা নেই।

মম বললেন, ‘আমার বরকে অবশ্যই উচ্চ শিিক্ষত হতে হবে। তবে পাত্র গান গাইতে পারলে ভাল। আমি পরিবারের অমতে বিয়ে করবো না। ’ চিত্রনায়িকা অপু বিশ্বাসের পছন্দের তালিকায় সেই মানুষটি আছেন, যিনি তার পেশার প্রতি সম্মান দেখাতে পারবেন। অপু বিশ্বাস বলেন, ‘যে আমার কাজের প্রতি সম্মান দেখাবে না, আমি কোনোভাবে তাকে বিয়ে করবো না।

সুন্দর মনের একজন মানুষ আমার প্রয়োজন। তবে একই পেশার মানুষ হলে ভাল হয়। এতে দু’জন দু’জনের কাজের বিষয়ে ভাল ধারণা রাখবেন। ফলে একজন দেরি করে বাড়ি ফিরলে অন্যজন কোনো আপত্তি তুলবেন না। আমি আমার পরিবারের অমতে বিয়ে করতে চাই না।

আমার বয়সের সঙ্গে ৭ বছরের পার্থক্য রয়েছে এমন পাত্রকেই আমি প্রাধান্য দেব। যার উচ্চতা ৬ ফিট আমি তাকে বর হিসেবে গ্রহণ করতে চাই। ’ লা তারকা বাঁধন বুদ্ধিমান পাত্রকে অগ্রাধিকার দেবেন বলে জানালেন। চেহারা সুন্দর, হ্যান্ডসাম এসব বিষয়ের চেয়ে পাত্রের ট্যালেন্টটাকেই প্রাধান্য দেবেন তিনি। তবে তিনি পরিবারের অমতে বিয়ে করতে নারাজ।

বিবাহিত পাত্ররা সাবধান। ভুলেও কড়া নাড়বেন না বাঁধনের মনের দরজায়। বাঁধন চান পাত্রের উচ্চতা তার চেয়ে কমপ েক্ষ ৫ ইঞ্চি বেশি হোক। ’ নুসরাত ইমরোজ তিশা বয়স ঃ ২২ পারিবারিক অবস্থান ঃ এক ভাই এক বোনের মধ্যে ছোট উচ্চতা ঃ পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ঃ উজ্জ্বল শ্যামলা বিয়ের পরিকল্পনা ঃ যেকোনো দিন হঠাত করে হয়ে যেতে পারে। জাকিয়া বারী মম বয়স ঃ ২৩ িশক্ষাগত যোগ্যতা ঃ নাটক ও নাট্যতত্ত্বে অধ্যয়নরত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

উচ্চতা ঃ পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি গায়ের রং ঃ শ্যামলা। বিয়ের পরিকল্পনা ঃ এটা নিয়ে ভাবছি। শারমিন নাহিদ নূপুর শাবনূর বয়স ঃ ৩২ িশক্ষাগত যোগ্যতা ঃ এসএসসি পারিবারিক অবস্থান ঃ দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় উচ্চতা ঃ পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ঃ উজ্জ্বল শ্যামলা বিয়ের পরিকল্পনা ঃ যেকোনো সময়। সাদিকা পারভীন পপি বয়স ঃ ২৮ িশক্ষাগত যোগ্যতা ঃ এইচএসসি পারিবারিক অবস্থান ঃ চার বোন এক ভাইয়ের মধ্যে বড় উচ্চতা ঃ পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ যেকোনো সময়। অপু বিশ্বাস বয়স ঃ ২২ িশক্ষাগত যোগ্যতা ঃ এইচএসসি পারিবারিক অবস্থান ঃ এক ভাই তিন বোনের মধ্যে ছোট উচ্চতা ঃ পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ মনে মনে পাত্র খুঁজছি।

সাদিয়া জাহান প্রভা বয়স ঃ ২০ িশক্ষাগত যোগ্যতা ঃ শান্তô মারিয়ামে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত পারিবারিক অবস্থান ঃ দুই ভাই বোনের মধ্যে বড় উচ্চতা ঃ পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ এটা আলস্নাহই ভাল জানেন কবে হবে। আফসান আরা বিন্দু বয়স ঃ ২২ িশক্ষাগত যোগ্যতা ঃ বিবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারিবারিক অবস্থান ঃ দুই ভাই বোনের মধ্যে বড় উচ্চতা ঃ পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ঃ উজ্জ্বল শ্যামলা বিয়ের পরিকল্পনা ঃ ১১ বছর পর ৩৩ বছর বয়সে। আজমেরী হক বাঁধন বয়স ঃ ২৩ পারিবারিক অবস্থান ঃ তিন ভাই বোনের মধ্যে বড় উচ্চতা ঃ পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ এটা এখনই বলছি না। মিলা বয়স ঃ ২৫ পারিবারিক অবস্থান ঃ দুই বোনের মধ্যে বড় উচ্চতা ঃ পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ আগামী পাঁচ বছরের মধ্যে। মোনালিসা বয়স ঃ ২৩ পারিবারিক অবস্থান ঃ তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট উচ্চতা ঃ পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ এটা যেকোনো সময়ই হতে পারে।

তিশমা বয়স ঃ ১৮ পারিবারিক অবস্থান ঃ দুই বোনের মধ্যে ছোট উচ্চতা ঃ পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ঃ ফর্সা বিয়ের পরিকল্পনা ঃ নির্দিষ্ট সীমা নেই। বিঃদ্রঃ পাত্রীদের উচ্চতা, গাত্র বর্ণ নিয়ে ব্যক্তিগতভাবে আমার কিছু কৌতুহল অােছ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।