আমাদের কথা খুঁজে নিন

   

কৌশিক বিশ্বাসের ভাষায় মুম্বই হামলা প্রসংগে সামহোয়ারের নাদান ব্লগাররা ''এক্সপার্ট বনে'' যায়! অথচ ...

অতএব- লক্ষন যা, তাতে দুঃখ আর ক্ষোভই আমার কপালের লেখা।

কৌশিক বিশ্বাসের ভাষায় সামহোয়ারের নাদান ব্লগাররা ''এক্সপার্ট বনে'' যায়! তার মতে ব্লগাররা নাকি মুম্বই'র হামলা নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেই পোস্টটিতে আমি মন্তব্য করেছিলাম যে- ''উদাহরন সহ বর্ননা করেন জনাব কৌশিক বিশ্বাস। কোন কোন ব্লগাররা মুম্বই হামলা প্রসংগে আপনার ভাষায় ''এক্সপার্ট বনে'' গিয়ে পোস্ট দিয়েছেন। বা এইরকম এক্সপার্ট বনে গিয়ে দেয়া পোস্টের সংখ্যা কেমন? ঢালাও কথা বলবেন না।

নির্দিষ্ট করে বলুন দয়া করে। '' তিনি আমার জবাবে খোলাখুলি কিছু বললেন না। জবাব দিলেন যে তিনি নাকি ঐক্যের ইঙ্গিত দিচ্ছেন । এবং তারপর সবার মন্তব্যে তার দেয়া জবাব মুছে দিলেন। আর আমি নেমে গেলাম এই বিষয়ে সর্ব সাম্প্রতিক পোস্ট গুলোর তালাশে।

গত ২৮ তারিখ রাত ১২ টা থেকে এ পর্যন্ত মুম্বই হামলা নিয়ে সবগুলো পোস্টই এখনে লিংক আকারে দিলাম। প্রিয় ব্লগার! আপনারাই সিদ্ধান্ত নেন যে আসলে '' এক্সপার্ট '' বনে কে যেতে চায়! ২৮ তারিখ রাত ১২.০০ টায় দেয়া পোস্টটিতে 'কৌশিক' বলছেন-ইন্ডিয়ার বহিঃশত্রুর চেয়ে তাদের বড় থ্রেট অভ্যন্তরেই রয়েছে। সুজনবাঙালী এর পোস্ট। যেখানে হামলার আন্র্তজাতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করার পাশাপাশি ঘটনার মধ্য থেকে বেশ কিছু চিন্তাসুত্র ধরিয়ে দিয়েছেন তিনি। সরপ তার পোস্টে বলেছেন যে তিনি কখনোই সন্ত্রাসীদের সমর্থন করেন না তবে তিনি দীর্ঘমেয়াদে আলোচনার মাধ্যমে এরকম হামলার কারন নির্মুল সমর্থন করেন।

আলী তার পোস্টে বলেছেন সন্ত্রাসের কোন ধর্ম নেই। ধর্মের নামে সন্ত্রাস বন্ধ হোক। জাতেমাতাল এর পোস্ট। তিনি বলছেন-সাধারন নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই- ক্ষতিগ্রস্ত হলে বিচার চাই-যে আমার ক্ষতি করেছে তার শাস্তি চাই। আর এই চাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে- আমার মানবাধিকার।

পোস্টে প্রশ্ন তোলা হয়েছে - আজকে মুম্বাই এ যে নৃশংশতা ঘটে গেল-তার জন্য দায়ী অপরাধীরা কবে ধরা পড়বে-কবে বিচার শুরু হবে আর তার কৃতকর্মের শাস্তি কার্যকর হয়েছে এটা দেখার জন্য একজন ক্ষতিগ্রস্ত নাগরিককে কত বছর অপেক্ষা করতে হবে? জুয়েল হাসানের পোস্ট। যেখানে তিনি নিরেট পরিসংখ্যানে তুলে ধরেছেন যে, ভারতে ২০০১'র পর কোন বোমাবাজী ও হত্যার বিচার হয়নি। লজ্জার কথা !! ইয়াহইয়া ফজলের পোস্ট। যেখানে তিনি দৈনিক সমকালের একটি মুম্বই হামলা সংক্রান্ত খবরের সমালোচনা করেছেন আর মুম্বই ট্র্যাজেডির অবসানের পর ২৯ নভেম্বর সন্ধ্যায় প্রথম পোস্ট দিলেন 'অরণ্যচারী'। তার পোস্টে চারটি জরুরী পর্যবেক্ষণ রয়েছে ।

খুবই ঘটনা সংশ্লিষ্ট। আর এ ব্যাপরে সর্বপ্রথম পোস্টটা ছিলো ''আহসান হাবীব শিমুল'' এর। ''ব্রেকিং নিউজ: মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় হতাহত(সাময়িক পোষ্ট)'' তাছাড়া নিজস্ব স্টাইলে অনুভুতি প্রকাশ করেছেন অনেকেই। নিন্দা জানিয়েছেন- শতকত অতনু ব্যানার্জী শ্রীমতি চৌধুরী আতিকুল হক ছড়া লিখে নিন্দা জানিয়েছেন ছড়াকার- দিলু নাসের (আরো কোনো পোস্ট হয়তো বাদ পড়ে যেতে পারে) পোস্টগুলো একনজর দেখলে বোঝা যায় জনাব কৌশিক বিশ্বাস এর অভিযোগ কতটা হাস্যকর। 'মুনশিয়ানা'র ভাষায় বলি-মুম্বাইয়ের ঘটনার ব্যাখা বিশ্লেষন করার জন্য সা মো’র ব্লগারদের পুর্ব শর্ত হিসাবে কি কি যোগ্যতা থাকতে হবে তা জানালে ভাল করতেন কৌশিক বিশ্বাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।