বেশ কিছুদিন এই সামহোয়ারে। খেয়াল করছি এর মেজাজ, প্রসঙ্গ, পরিবেশ নিয়ে জোরালো তর্ক গড়ে উঠেছে, কেউ ব্যবস্থার ভেতরে থেকেই প্রশ্ন দাড় করাচ্ছেন, কেউ বেড়িয়ে গেছেন, কাউকে কাউকে আবার ব্যান করে দেয়া হয়েছে। ইন্টারেষ্টিং। যোগাযোগ ও নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে খুবই আগ্রোহদ্দীপক বিষয়টা। সমস্যা হলো: আমি ব্যাক্তিগতভাবে এই সাইটটির স্রষ্ট্রা কারা, সৃষ্টির প্রেক্ষিত, রাজনীতি, বিবর্তন, অর্থাৎ মোটাদাগে বলতে গেলে বৃত্তান্ত বিশেষ কিছু জানিনা। অনেকদিন ধরে সামহোয়ারে আছেন এমন কেউ যদি একটু কষ্ট করেন, একটি নোট দেন তবে সম্ভবত আমার ইচ্ছাটার একটা গতি হয়।
শুভেচ্ছা। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।