আমার লেখালেখি এবং চিন্তাভাবনা নিয়েই আমার ব্লগ। জাগৃতি কবি : সালেহ মাহমুদ ----------------------- আরেক ফাগুন যদি তোমাকেই বিচলিত করে যদি ঝড় তোলে হৃদয়ের বাম পাশটিতে কিংবা পলাশ ফোটে অথবা শিমুল হাসে অথবা বকুল তোলা বিহানের স্বরলিপি সুর হয়ে ওঠে ... আরেক ফাগুন যদি তোমাদের কেশপাশ থেকে ফণা তোলে কিংবা কুয়াশার রঙে ডুবে চুর হয়ে যায় অথবা তমাল তলে না হয় বটের মূলে না হয় রমণ ক্লান্ত প্রেয়সীর কুন্তলাধার থেকে টুং টাং সুর হয়ে ওঠে ... তবে তাই হোক আবার কালের যাত্রা শুরু হোক পানি ভাঙ্গা শব্দের মতো আটই ফাগুন হয়ে অথবা একুশ হয়ে অথবা একাত্তুরের বাঁধভাঙ্গা জোয়ারের মতো আবার উঠুক জেগে আমাদের ঘুমন্ত পৌরুষ আবারো জাগুক প্রাণ একুশের সাহসের মতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।