হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
আর কিছুটা সময়...
হতে পারে কয়েকটা মিনিট কিংবা তারো কিছু বেশি-
দপ্ দপ্ মাথা ব্যাথাটা সেরে গেলেই হয়তো...
হয়তো...
হয়তো...
নাহ্, হয়তো তারপরো কিছুটা সময়...
হঠাত করেই গলাটাকে বড় শুকনো, খটখটে লাগে-
এক গ্লাস পানি... অনেক সময় ধরেই তেষ্টা মেটানো!
তারপর... আরো এক গ্লাস...
সহসাই তাড়া করে প্রতি নির্ঘুম রাতে পিছু নেয়া টিক্-টিক্ শব্দ,
ঘড়ির কাটাগুলো যেন পায়ে বেড়ি বেঁধেছে-
একদম নিথর, অনড়...
কালক্ষেপণের প্রতিটা কায়দা-ই বোধহয় ব্যর্থ হবে।
দূরে কোথাও শব্দ হলো মনে হয়-
আমার মনোসংযোগ চুরমার করে দিয়ে
ভয়ের শিহরণ জাগাতে চায় বুঝি!
হচ্ছে না... একদমই হচ্ছে না একা থাকা-
সিলিংয়ের ফ্যানটা ক্রমাগত কথা বলতে থাকে...শোঁ...শোঁ...
চুপ্, আর একটুখানি-
আর একটু পরই শেষ হবে শ্রান্তির প্রতীক্ষা-
না কি প্রতীক্ষার শ্রান্তি?
হয়তো দু'টোই।
এই তো ভোর হয়ে এলো বলে-
নিজের কাছে আবারো কিছুটা সময় চেয়ে নিই...
নির্লজ্জভাবে।
***কবিতাটি আমার নীলাভ নিক কর্তৃক প্রথম প্রকাশিত হয় ২০০৭-০৭-২৯, ২০:২৬:৫৭। "দেবদারু" ব্লগে আমার এই প্রিয় কবিতাটি অন্তর্ভূক্ত হওয়া উচিত- সে তাড়না থেকেই কবিতাটির পুনঃপ্রকাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।