কবিতা এখন বেহাতে বলেই,
বিণির্মাণে ধ্বস।
আমাকেও শব্দ প্রেরণায় জোগায়
দেয়-
লিখবার সাহস।
আমিও কলম তুলে নিই হাতে,
ঝড় তুলে ফেলে কালি।
পৃথিবীকে এক করে ফেলি
আর,
চাঁদ কাটি ফালি ফালি।
আমার হাতে কবিতা পন্য,
আমি হই পেশাদার
কবিতায় আমার দ্রোহ নেই,
নেই-
বিষন্ন চিৎকার।
আমার কবিতা দাগ ফেলে না
ছোঁয়ওনা এ সমতট।
আমি শব্দে শব্দে স্বার্থকে খুঁজি।
খুঁজি,
পূর্বাচলে প্লট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।