আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাথে আড়ি নিলে


আমার সাথে আড়ি নিয়ে তুমি হবে মৌনব্রতী, করবে ব্লক মোবাইল, ফেইসবুক; মুখোমুখী হলে ব্যাদান মুখে চড়বে উল্টোরথে – ভাবতেই মস্তিস্কের কোষে কোষে অনুরণিত হয় অশনি সংকেত। আমার সাথে আড়ি নিলে বসরার গোলাপ ছড়াবে না আর ফুলেল সৌরভ পাখীরা থমকে যাবে, করবে না কিচির মিচির প্রজাপতি মেলবে না তার রঙীন ডানা ফুলবাগান হয়ে পড়বে নিরেট ইমিটেশন স্তুপ। আমার সাথে আড়ি নিলে মোনালিসার হাসি যাবে উবে পটুয়া শিল্পী ভুলে যাবে রং-তুলির মগ্নচৈতন্য খেলা আনকোরা ক্যানভাস হয়ে পড়বে ধু ধু মরুভূমি। আমার সাথে আড়ি নিলে শব্দের পর শব্দ দিয়ে হবে না নির্মিত কবিতার শিল্পিত অবয়ব ছন্দের বারান্দায় হোঁচট খেয়ে কবি হারাবে ছন্দের আকর ভুল চিত্রকল্পে কবিতা হয়ে পড়বে নষ্ট পাটিগণিত। আমার সাথে আড়ি নিলে আহ্নিক-গতি, বার্ষিক-গতির হিসেব ভুল করে পৃথিবী ঘটাবে নতুন বিগ-ব্যান শুরু হবে মহাবিপর্যয় বেজে ওঠবে ইস্রাফিলের মহা হুংকার। আমার সাথে আড়ি নিলে তোমার অস্তিত্বের ভূভাগে ধরবে ফাটল ভুলে যাবে গুনগুন করতে গীতবিতানের মুখস্ত হওয়া গান; মনছোঁয়া কবিতা, উপন্যাস ছুড়ে ফেলে ভাববে শুধু আমারই কথা। তবুও কি আড়ি নেবে আমার সাথে? ছবির উৎস: গোগল বাবাজী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.