আমি জিপি'র ইন্টারনেট ব্যবহার করি,আমার এখানে ভালৈ স্পীড পাই-চলনসই আর কি। আমি মেগাআপ্লোড/হটফাইল কিংবা মিডিয়াফায়ার থেকে কিছু ডাউনলোড করা শুরু করলে প্রতি ঘন্টায় [সাধারনত] ৪৫-৫৫ মেগাবাইট ডাউনলোড করতে পারি,কখন ৬০ ও ছাড়িয়ে যায়(পরীক্ষিত) ।কিন্তু টরেন্ট ব্যবহারের ক্ষেত্রে এমনটি ঘটেনা-যতই বেশী সিড-পিয়ার্স ওয়ালা টরেন্ট ই ডাউনলোড দেই না কেন,স্পীড মোটেই উঠেনা।আর সি-পি কম থাকলে তো কথাই নাই। বাংলাদেশে নেট এর যে স্পীড সেটাকে সম্পুর্ন কাজে লাগিয়ে টরেন্ট কিভাবে ব্যাবহার করা যায়,কেউ বলতে পারেন কি????কোন কনফিগারেশন টা সবচে' ভাল?
দয়া করে অভিজ্ঞ রা জানাবেন! আমার মত সমস্যায় হয়ত অনেকেই আছে,তাদের টাও সমাধান হয়ে যাবে। এক ঢিলে বহু পাখি মরবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।