আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ লিখ আপন জাতীয় সংগীত!



স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত ও বাংলাদেশ ড. কালাম এ. মীর ও বাংলাদেশ, ও আমার বাংলাদেশ - আমার গানের দেশ, আমার প্রাণের দেশ! এই সে দেশ - যেখানে জীবন দেয় ভাষার তরে এই দেশের মানুষেরা মুক্তিযুদ্ধ করে এই সে দেশ, এই সে দেশ! এই দেশের বাতাসে ভাটিয়ালী সুর, সবুজ মাঠে ভাসে ভাওয়াইয়া মধুর। এই দেশের বাণী - যুদ্ধ নয়, শান্তি! মানুষের জন্য মানুষ, যুদ্ধে আসুক ক্লান্তি! এই দেশ এই সুন্দর পৃথিবীর অন্যতম সবার কাঁধে কাঁধ মিলায় - হাঁটে সম। এই দেশ আমার জন্মভূমি - আমার গৌরব আমার গভীর মমতা, এই আমার সব। আমার সকল ধ্যানে, সকল ধারণায় - সকল চিন্তা-চেতনায় আছে অনিমেষ, ও বাংলাদেশ! ও আমার বাংলাদেশ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.