আমাদের কথা খুঁজে নিন

   

অর্জনকে কেন তোমরা বল বর্জন?

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

হে জনতা, তোমরা সজাগ থাকো ঘুমিয়ে থাকার সময় আজ আর নেই, আসুন সবাই দলে দলে নতুন পতাকা তলে নিয়ে নিই ঠাঁই; তাতে আসে যায় না কিছু পাই বা না-ই পাই। তোমরা বরাবরই মুখে খৈ ফুটাও উচ্চবাচ্য করাই তোমাদের কাজ, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবে তোমরা এখনো রয়ে গেছ অজ্ঞ; তাইতো তোমরা চালাতে চাও দেশে নতুন কোন হত্যাযজ্ঞ। আমাদের চুক্তিতে তোমরা সম্মতি দাও দূরে সরে থেকো না, এই বলে সেই বলে জনতাকে দলেদলে রাজ পথে ছেড়ো না। প্রেমের মহিমা এখনো তোমারা শেখনি "ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ" এই বাণী তোমরা তো আজ অবধি পড়নি। এই দেশ এভাবেই চলবে আরো কিছু কাল, সময় এখনি আজ কে ধরবে হাল? পোস্টটি ব্লগার ইউনুস খান-এর আহবানে লেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।