একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
আফতাব নাকি নাফিস নাকি কাপালী?
দু'জন, নাকি তিনজনই, নাকি একজন দলে জায়গা পাবে?
জাতীয় দল থেকে বের হলে তাতে জায়গা করে নেয়া এতটা সহজ না!
বিসিবি অলরেডি তিন আইসিএল ফেরৎ ক্রিকেটারকে তা বুঝিয়ে দিয়েছে. . .
তবে আফতাব এবং নাফিসকে কি অনিচ্ছাকৃতভাবে শাস্তি দিচ্ছে? যাই হোক. . জাতীয় দলে ফেরার ব্যাপারে আমার মনে হয় যদি একজনকে নেয়ার চিন্তা ভাবনা করা হয় তবে সর্বাধিক ভোট পড়বে আফতাবের পক্ষে. . তারপর নাফিস এবং তারপর কাপালী. . .
তবে আমার একটা দল গড়তে ইচ্ছে হলো যেখানে আমি প্রথম একাদশে তিনজনকেই জায়গা করে দিয়েছি. .
১. শাহরিয়ার নাফিস
২. তামিম ইকবাল
৩. আফতাব আহমেদ
৪. আশরাফুল
৫. সাকিব আল হাসান
৬. অলক কাপালী
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. নাইম ইসলাম
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. আব্দুর রাজ্জাক
১১. সৈয়দ রাসেল (মাশরাফির সমতুল্য একজন পেলে, ওহ্. . . নিঘাৎ চ্যাম্পিয়ন)
-----------------------------------------------------------
তিন জনকে কিভাবে স্থান দেয়া হলো? বাদ দেয়া হলো কাকে?
আমি বাদ দিয়েছি একজন ব্যাটসম্যানকে, যার ৬২ ম্যাচ খেলে ব্যাটিং গড় ২২.৬১ এবং স্ট্রাইক রেট ৬৩.০১। তিনি হচ্ছেন মুশফিকুর রহিম. . . মুশফিক খুব যে ভালো একজন ব্যাটসম্যান তা নয়! এটা আমার মতামত. . . আর ওর কিপিংও খুব একটা অনুভব করিনা!!
কিন্তু প্রশ্ন হচ্ছে উপরের ১১ জনের দলে কিপার হবেন কে?
নাফিসকে একবার কিপিং করতে দেখেছি. . . আফতাবকেও. . . এদের কাউকে কি বানানো যায়!! যদি যেতো তবে আমার মনে হয় বাংলাদেশ টিমটা সর্বকালের সেরা হতে পারতো. . . যেখানে দু'জন ভালো পেসার, তিনজন প্রতিষ্ঠিত স্পিনার, ৯ নং পর্যন্ত ব্যাটিং লাইন আপ এবং অনেকগুলো অলরাউন্ডার পাওয়া যেতে পারতো. . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।