|আমার আগের লিখাটি এখানে]
কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম “হ্যায় হ্যায় কোন হ্যালা আমার মোবাইল নিল” এই শিরনামে। তাতে আমি আপনাদের পরামর্শ চেয়েছিলাম কিভাবে মোবাইল চোরকে আমি ধরতে পারি। আপনারা ঐদিন আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন। তারপর আমি প্রথমে মিরপুর মডেল থানায় একটা জিডি করি। তারপর চিন্তা করি এখন আমি কিভাবে এগোব।
পরে আমি সকল আউটগোইং কল এর লিস্ট থেকে দেখি। তাতে মোবাইল চোর মোট ৫৮ টা কল দিয়েছে ১ দিনে। তার ভিতর একটা নাম্বার আমার খুব বেশী দৃষ্টি আকর্ষন করল। সেটা ছিল একটা এক্টেল নাম্বার যে নাম্বারে ১ দিনে মোট ১৪ বার কল দেয়া হয়েছে।
আমার নাম্বার ৩ দিন বন্ধ থাকার পর যখন আমি অন করি তখন দেখি ২৬ টা মিস কল এলার্ট মেসেজ।
যার ১২ মেসেজ ঐ এক্টেল নাম্বার থেকে। আমার কৌতুহল আরো বেড়ে যায়। আমি অফিসের টিএনটি নাম্বার থেকে ঐ এক্টেল নাম্বারে কল দেই। দেখলাম একটা মেয়ে কল রিসিভ করেছে। আমি বললাম কেমন আছো।
সে বলল আপনি কে। শফিক বলছি চিন্তে পারছ না ঐ যে ২-৩ মাস আগে আপনার সাথে আমার মোবাইলে অনেক কথা হয়েছিল। এতো তাড়াতাড়ি ভুলে গেলে। খুব কস্ট পেলাম। তারপর এভাবে ৭-৮ মিনিট কথা হল।
এখন সে প্রায়ই আমাকে মিস কল দেয়। পরে সে আমাকে আমার মোবাইলে একটা কল দিয়ে বলল সাগর বলছ। আমি বললাম ভারি গোলা দিয়ে বললাম হ্যা। আমি বাসে আছি পরে কথা বলছি।
আমি বুজতে পারলাম আমার মোবাইল যে চুরি করেছে তার নাম সাগর।
এই মেয়েটা কি মোবাইল চোবের কোন প্রেমিকা নাকি ঐ সিন্ডিকেটের আর এক চোব। অনেক কস্টে আর একটা মোবাইল কিনেছি এটাও কি হারাব? আমি বুজে উঠতে পারছি না। এখন আমি কিভাবে এগোব একটু পরামর্শ দিলে ভাল হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।