আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো : তপ্ত গায়ে শিশির কণা দল

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

১০০০. এবং আমাদের হামাগুড়ি থেমে গেছে নীলচে তারার ফাগুনে কঙ্কালবনে আমরা কেউ আর পিঁপড়ে নই করাতকলে পেতে দেব মাথা আমাদের জিহ্বা জুড়ে আসুক শীতের খরা। ১০০১. আপনি বরং গলির মাথায় চা খেয়ে আসুন আমরা ততক্ষণে আপনার সন্তানের শিরচ্ছেদ করে ফেলবো। ১০০২. তিনি নাস্তা শেষ করেন নি এখনো। সাপ,সজারু,টিয়া,সোডিয়াম ক্লোরাইড খাওয়া শেষ সদ্যোজাত শিশুর রক্তের পুডিং টা বাকি আছে। ১০০৩. সে সে এবং সে মুগ্ধ তাকিয়ে আমার মৃত চোখের পানে।

১০০৪. তাকে ঘৃণা করার ক্ষমতা নেই বলেই ভালবাসি। আপনি ইহাকে বিলাসিতা ভাববেন না। ১০০৫. ডানে চেপে রাখুন বাম হাত আপনার আঙুলে রক্ত লেগে আছে নষ্টদের অধিকারে সব যাচ্ছে বলেই আমরা খুনের নেশায় মেতেছি। ১০০৬. ধূলো,প্যারাসিটামল,ছাই,দেশলাই,সিগারেট আর আমি কিংবা আমার দেহ সাথে নিরব থার্মোমিটার। ১০০৭. মা স্বরসতী! আপনি আমায় ক্ষমা করুন আপনাকে পূজো ব্যতিত ভালোই বিদ্যা লব্ধ হয়েছে।

১০০৮. আর যাহারা হারিয়ে ফেলে না মানবিক মূল্যবোধ আমরা তাহাদের জন্য কোন হুর সৃষ্টি করি নি। ১০০৯. খসখসে শকুনের পালকে মুখ ধুয়ে ঘাসের যোনী তে ফেলি তপ্ত নিঃশ্বাস নাবালক চোখের পাপড়ি অবাক দেখছি তপ্ত গায়ে শিশির কণা দল। ১০১০. এক দুই তিন চার ত্রিশ ষাট নব্বুই একশ'বিশ এক দুই তিন মাস দিন চিল্লা বিরহ!!!! ১০১১. God!!!! Stop your absolutism. হে ঈশ্বর!! আমাদের নিয়ে আপনার চলমান রঙ্গলীলা বন্ধ করুন। ----- -------- ------------------------------------------ ------------------- ছবি: গুগল মামার দোকান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।