জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। চৌধুরী সাহেব- ছোট লোকের
বাচ্চা হয়ে তুই আমার
মেয়ে কে ফেন্ডরিকুয়েন্ট দিস! তোর
সাহস তো কম নয়।
তুই জানিস মিলি কার মেয়ে।
যারা বাবার একাউন্টে এক লাখ সাবক্রাইবার।
যার
একটি স্ট্যাটাসে তিন হাজার লাইক,দুইশ
শেয়ার আর
পাঁচশটি কমেন্ট পড়ে।
নায়ক- চৌধুরী সাহেব আমাদের ফেন্ড লিস্ট
ছোট ও সাবক্রাইবার কম থাকতে পারে তাই
বলে আমরা ছোটলোক
নই।
চৌধুরী সাহেব- তোর সাহস তো কম নয় ! তুই
আমার মুখের
উপর কথা বললি আবার পোক করলি!!!
ওরে কে কোথায় আছিস ওর ফেসবুক
আইডিটাতে রির্পোট
কর।
মিসেস চৌধুরীর ও নায়িকার লগ
ইন------- মিসেস চৌধুরী- তোমার মতন
একটা ছোকরা আমার মেয়েকে রিকু পাঠিয়েছে।
তুমি কী জান
তোমার একাউন্টে যতগুলো ফেন্ড আছে তার
থেকে কয়েক গুণ
বেশি ফেন্ডরিকুয়েস্ট প্রতিদিন আমার মেয়ের
একাউন্টে আসে।
ভদ্র
ভাবে বলছি এখনই ফেন্ডরিকুয়েন্ট
বাতিল করে আমার মেয়ের সাবক্রাইব
থেকেও কেটে পড়। তা না হলে এমন রির্পোট
করব যে দুই তিন দিন ফেসবুকে লগ ইন করতে পারবে না।
নায়িকা- না মা না, তুমি রাজার
আইডিতে রির্পোট করতে বল না। ওর
আইডির কিছু বলে আমি স্ট্যাটাস
দেওয়া ছেড়ে দেব।
তোমরা যা বলবে আমি তাই শুনব।
তোমাদের কথা মতন কোবরার
সাথে রিলেশান শিপ স্ট্যাটাস দেব
তবু তুমি রাজার আইডিতে রির্পোট করতে বল
না।
চৌধুরী সাহেব- তুই আমার
মেয়ে হয়ে রাজার মতন একটা নরমাল আইডির স্ট্যাটাসে লাইক
দিস কমেন্ট করিস। ফেসবুকে যার
স্ট্যাটাসে সবাই
স্তব্ধ হয় তুই তার মেয়ে হয়ে ঐ নরমাল
আইডিতে লাইক দিস।
যার এক মাসের লাইক আমার একদিনের লাইকের থেকেও
কম।
নায়ক- চৌধুরী সাহেব, আমার
স্ট্যাটাসে, পোস্ট হয়তো আপনার মতন
লাইক নেই কিন্তু লাইক না পেলেও
সারা জীবন আপনার মেয়ের জন্য স্ট্যাটাস লিখে যাব।
আমরা দুই
তিনটা লাইকেই খুশি হব। কারণ
আমরা একজন আরেক জনকে ভালবাসি।
চৌধুরী সাহেব- স্ট্যাটাসে আর
পোস্টে যখন লাইক থাকবে না তখন
স্ট্যাটাস দেওয়ার মন জানালা দিয়ে পালাবে। আমার
মেয়ে যখন ফেসবুকে দেয় “
মিলি was at TSC, University
of Dhaka “ তখন যে লাইক
পড়ে তা তোমার সারা মাসের লাইক থেকেও
বেশি। ভিলেন- এই ছোট লোকের বাচ্চা তোর
সাহস তো কম না।
তুই মিলির
সাথে রিলেশান দিতে চাচ্ছিস।
আজি তোর নামে বিভিন্ন
গ্রুপে রির্পোট করতে বলছি।
হা হা হা হাআ হা হা হা হা হাআআআআআআআ
নায়িকা-
না রাজা তুমি আমাকে ছেড়ে যেও না।
আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমার
ভালবাসার কছম
লাগে তুমি ওদের ব্লক করে দেও।
আমাদের লাইকের দরকার
নেই। আমরা দুইজন দুইজনকেই লাইক
দিয়ে সুখে থাকব।
নায়ক- ইয়ালি ব্লক, ইয়ালি ব্লক,
ইয়ালি ব্লক।
অতঃপর তারা সুখে শান্তিতে ফেসবুকে রিলেশান
শিপ স্ট্যাটাস দিয়ে ফেসবুক ব্যবহার
দেওয়া শুরু করল। চ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।