একেকটা সময় হঠাৎ করে উজ্বল হয়ে ওঠে ।
একঘেয়ে অস্থিরসময় পেরিয়ে যেতে যেতে হঠাৎ রুখে দাড়ায়। দেখে নিতে চায় তার নিজের অবয়ব। স্পষ্ট্করে বুঝে নেবার সুযোগ পেয়ে যায়- কোথায় দাড়িয়ে আছে সে। কোনদিকে তার যাত্রার গতিপথ ।
কাঙ্খিত পথ থেকে কতটা ভুলপথে এসে গেছে সে। এবং শুধরে নেবার পথগুলোও যেন স্পষ্ট হয়ে ওঠে অভূতপূরবো উদভাসে।
এখন সেরকম একটি উজ্বল সময় | রুখে দাড়ানো । চেতনার আলোয় উদ্ভাসিত। এবং যে জটিল অরন্য পার হয়ে পৌছাতে হবে কাঙ্খিত লক্ষ্যে সে অরন্যের ভয়াল সব দানবেরা নষ্ট থাবা উচিয়ে দাড়িয়ে সামনে।
এখনইসময় অতীতের ভুলগুলি শুধরে নেবার । এখনইসময় স্বপ্ন, আকাঙ্খা ও প্রত্যয় শাণিত করবার । এখনইসময় আমাদের সাড়ে তিনহাত ভূখন্ডজুড়ে রক্তচোষা হায়েনার প্রেতনৃত্য নিষিদ্ধ ঘোষনার । এখনইসময় সম্মুখ যাত্রার নিশানাটা স্পষ্ট করে নেবার।
আমাদের স্বপ্নবাজ পূ্র্বপুরুষেরা অপরিমেয় ভালবাসায় বুকের রক্ত ঢেলে স্বপ্নের আবাদ করেছে এই পবিত্র মাটিতে ।
এ মাটিতে ফলবে তাদের রক্ত সেচে আবাদ করা সোনালী ফসল । এখানের বাতাসে যেমন অবলীলায় ছড়িয়ে যায় আমের মুকুলের গন্ধ ও ভ্রমরের গান -তেমনি ছড়াবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি । এখানে কোটি মানুষ সমস্তরকম মতপা্র্থক্য নিয়েও এসে সমবেত হবে একটি লাল সবুজ পতাকার তলে। ভালবেসে - গভীর মমতায় শক্তকরে ধরে থাকবে পরস্পরের হাত ।
যে স্বপ্নভূক হায়েনারা এমাটির রূপ-রসে পুষ্ট হয়ে সেদিন আমাদের স্বপ্নবাজ পূ্র্বপুরুষের রক্ত নিয়ে খেলেছে , এই পবিত্র মাটির সম্ভ্রম লুঠ করেছে -কথা ছিল ত্রিশ লক্ষ শহীদের রক্তের বন্যায় তারা ভেসে যাবে ।
এই পবিত্র মাটি থেকে সমূলে উৎপাটিত হবে তাদের শিকড় । অথচ -আমরা কী দুঃসহ অবহেলা , বেঈমানী আর আত্মবিস্মৃতির দোলাচলে আবার তাদেরকে প্রোথিত করেছি । শিকড় ছড়িয়ে বিষাক্ত আলিংগনে জাপটে ধরেছে এই পবিত্র মাটি ।
আজ আবার যখন- চেতনায় জোয়ার এসেছে -সময় মেলে ধরেছে আত্মউন্মোচনের সুযোগ - আমরা কি শুধরে নেবো না আমাদের ভুল গুলো ? আমরা কি ঠিক করে নেবো না সেই শাশ্বত গন্তব্যের দিকে আমাদের যাত্রার নিশানাটি ? আমরা কি আবার শক্তকরে ধরব না পরস্পরের হাত ?
আমার ধর্ম বিশ্বাস আমার রক্তে প্রবাহিত। আমার নিঃশ্বাসের মত গভীর ও নিজস্ব ।
আমার সৃষ্টিকর্তার কাছে আমি আজন্ম নতজানু। যারা আমাদের ধর্ম বিশ্বাসের মত পবিত্র, সুন্দর এবং একান্ত একটি বিষয়ের অজুহাতে মানবতাকে কলুষিত করে-তারা এ মাটির যোগ্য নয় । যোগ্য নয় মহান কোনো ধর্মেরও।
আমরা আজ দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই- আমরা বেঈমান নই, কাপুরুষ নই, আত্মবিস্মৃত নই । আমরা দিকভ্রান্ত নই ।
আমরা আমাদের স্বপ্নবাজ পূ্র্বপুরুষের যোগ্য উত্তরসূরী । আমরা আজ বিচার চাই । সকল যুদ্ধাপরাধীর বিচার চাই ।
অমর একুশের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ।
*******************************
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।