পি এস সি, জে এস সি, এস এস সি, এইচ এস সি, এ সকল জাতীয় পরিক্ষায় লক্ষ লক্ষ ছাত্র- ছাত্রী কেন্দ্র পরিবর্তনের কারণে নিজ বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে/কলেজে যায় পরিক্ষার জন্য। পরির্ক্ষাথীর সাথে আমরা অভিভাবকরা ও যাই ছাত্র- ছাত্রীদের উৎসাহ, নিরাপত্তা, সর্বোপরি আমাদের দুশ্চিন্তা কমাবার জন্য। এতে মেগাসিটি ঢাকাসহ দেশের অন্যান্য সিটিগুলোতে প্রবল যানযটসহ যানবাহনের সমস্যা দেখা দেয়। তদুপরি, লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উক্ত দিনগুলোতে নিজ কর্মˉহলে যেতে পারেন না অথবা ছুটি কাটান। কিন্তু আমাদের কর্তা ব্যাক্তিরা যদি একটু এ দিকে নজর দেন, একটু ডিজিটাল হন; তাহলে কেন্দ্র পরিবর্তন না করে আমরা যদি ঐসব স্কুলে/কলেজের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক রেখে অন্য সব শিক্ষককে পাশ্ববর্তী কোন স্কুলে এক্সটারনাল হিসেবে পাঠিয়ে দেই এবং পাশ্ববর্তী কোন স্কুল থেকে নিজ কেন্দ্রে এক্সটারনাল আনা হয়, যদি বোর্ড কর্তৃপক্ষ এভাবে একটা রোটেশন করে দেয়; তাহলে আমরা নানা ঝামেলা হতে বেচেঁ যেতে পারবো। মনে রাখা দরকার সরকার এবং জনগণের ঐকান্তিক চেষ্টায় আজ আমরা পরিক্ষায় নকলের অভিশাপ হতে প্রায় মুক্ত। আসুন চেষ্টা করলেই আমরা পারবো। আসুন আওয়াজ তুলি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।