আমাদের কথা খুঁজে নিন

   

হিথ্রোয় বডি স্ক্যানার তীব্র প্রতিবাদ

পরে বলবো

হিথ্রো বিমানবন্দরে এভাবেই অত্যাধুনিক স্ক্যানার দিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করা হবে । বিবিসি সমকাল ডেস্ক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেহ তল্লাশির নতুন এক ধরনের স্ক্যানার স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের পোশাকের ভেতরের অংশ অর্থাৎ সম্পূর্ণ নগ্ন দেহের ছবি মনিটরে ফুটিয়ে তোলা হবে। এর ফলে দেহের অভ্যন্তরে বিস্ফোরক বা বেআইনি জিনিসপত্র থাকলে তা ধরা পড়বে। খুব শিগগিরই এ স্ক্যানার বসানো হবে।

কিন্তু এ উদ্যোগের বিরুদ্ধে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এভাবে যাত্রীদের নগ্ন শরীরের ছবি মনিটরে প্রদর্শন ব্রিটেনের পর্নো আইনের পরিপন্থী। তবে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, যাত্রীদের জীবনের নিরাপত্তার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এপি ও গার্ডিয়ান অনলাইনের। হিথ্রো বিমানবন্দরে এই বিশেষ ধরনের স্ক্যানার বসানোর সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই নিয়েছে ব্রিটিশ সরকার।

তবে সোমবার থেকে যুক্তরাষ্ট্রগামী ১৪টি দেশের যাত্রীদের বিমানে ওঠার আগে দেহ তল্লাশি শুরু হওয়ায় দ্রুততম সময়ে সিদ্ধান্তটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। গার্ডিয়ান পত্রিকা কয়েকটি মানবাধিকার সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছে, এতে যাত্রীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হবে। এর মাধ্যমে নারী, শিশু, পুরুষ সবার নগ্ন দেহের ছবি নিরাপত্তাকর্মীরা দেখতে পাবেন। এটা নিঃসন্দেহে অশ্লীল ব্যাপার। শিশু অধিকার সংস্থা অ্যাকশন ফর রাইটস ফর চিলড্রেন'র পরিচালক টেরি ডাউটি বলেন, এই স্ক্যানারের মাধ্যমে শিশুদের নগ্ন দেহের ছবি প্রদর্শিত হলে তা হবে তাদের জন্য সংরক্ষিত পর্নো আইনের লঙ্ঘন।

প্রাইভেসি ইন্টারন্যাশনালের পরিচালক সাইমন ডেভিয়েস বলেন, এ ব্যবস্থা চালু হলে বহু সেলিব্রেটির নগ্ন দেহের ছবি কর্তৃপক্ষের হাতে চলে যাবে। সেখান থেকে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তবে কর্তৃপক্ষ বলেছে, মেশিনগুলো যারা পরিচালনা করবেন তাদের নির্দিষ্ট আচরণবিধির আওতায় আনা হবে। যন্ত্রটি ব্যবহার করে যারা যাত্রীদের দেহ তল্লাশি করবে তারা যাতে তাদের চেহারা দেখতে না পারেন সে ব্যবস্থা রাখা হচ্ছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।