আমাদের কথা খুঁজে নিন

   

শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত, ৩দিনে নিহত ২৮ জন



অব্যাহত দেশজুড়ে গত তিন দিনের শৈত্য প্রবাহে কমপক্ষে ২৮ জন মারা গেছে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে স্থানীয় হাসপাতালগুলোতে। প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রবিবার প্রচণ্ড শীতে সিরাজগঞ্জে তিন শিশুসহ কমপক্ষে ছয়জন মারা গেছে। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে শ’ শ’ মানুষ।

নিহতদের কয়েকজন হলেন- আকলিমা (১৫ দিন), মোহনা (১), আমির (৭), শামসুল হক (৭০), সাঈদ (১০৩) ও আবদুর রহমান (৭৩)। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়োবৃদ্ধসহ কমপক্ষে দুইশ’ ব্যক্তি জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি হয়েছে বলে জানা গেছে। এছাড়া, দিনাজপুরে প্রচণ্ড শীতে কমপক্ষে দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাদের একজন রেজা উদ্দিন (৮০)। এদিকে মাত্রাতিরিক্ত শীতে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

ঘরে বসে কাটছে শ্রমজীবী মানুষের বেশিরভাগ সময়। উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় শুক্রবার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাত থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করেছে। শনিবার এ বছরের সর্বনিন্ম ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত দু’দিনে শীত ও শীতজনিত কারণে জামালপুরে মারা গেছে ৬ জন।

চুয়াডাঙ্গায় মারা গেছে ১ জন এবং রংপুরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ১৩ শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শৈত্য প্রবাহের সঙ্গে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গরিব ও ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে এসব স্বল্প আয়ের মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। আবহাওয়া অফিসের মতে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে। এ অবস্থায় গরীব বৃদ্ধ ও শিশুরা শীত কঠিনভাবে জীবন যাপন করছে।

আমরা আমাদের পাশের মানুষগুলোকে যে যার অবস্থান থেকে সহযোগিতা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।