যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
চমৎকার-চৌর্যবৃত্তি!!! চৌর্যবৃত্তি!!!
ধন্যবাদ হাসিব আপনাকে, শব্দটা ব্যবহারের জন্য ।
অপর বাস্তব- ২ প্রকাশ বেলায় আমি একটা পোস্ট দিয়েছিলাম(অনেক বাস্তবতা পেরিয়ে অপরবাস্তব এখন প্রেসেঃ প্রকাশকের করজোড় প্রার্থনা), করজোড় প্রার্থনা করে, সেখানে নানা রকম মন্তব্য এসেছে, আমি মন্তব্য করেছি, আমি কিছু জানি না ভিতরের মাল কি কি আছে, এইসব ?? সেখানে জেবতিক আরিফ মন্তব্য করেছেন , আমি করেছি কিন্তু কোনটাই সিরিয়াসলি মিন করি নাই ।
এখন করছি ।
করছি শুধু মাত্র শব্দটার ব্যবহারের জন্য ।
হ্যা , অপর বাস্তব ছাপাকল প্রকাশ করেছে । প্রকাশক আমি ।
১.কোন লেখাই প্রকাশে লেখকের অনুমতি নেবার প্রয়োজন নাই , যদি সামহোয়্যারের অনুমতি থাকে । অনুমতি চাওয়াটা সৌজন্যতা ।
সেটা হয়তো সম্পন্ন করা সবগুলো লেখার বিষয়ে হয়নি, কিন্তু তা কোনভাবেই চৌর্যবৃত্তি নয় ।
২.সম্পাদক মণ্ডলীতে অনেকের নাম আছে , সম্পাদক মণ্ডলীর সদস্য কিভাবে প্রকাশককে প্রশ্ন করে লেখা ছাপার অনুমতি নেয়া হয়েছে কিনা??
আরে ভাই আমি সম্পাদক মণ্ডলীতে আপনার নাম দেখেই তো লেখা প্রকাশে আগ্রহী হয়েছি ।
৩. বই ছাপাইয়া মেল্যা ব্যবসা হলো, তা এমন মন্তব্যকারীদের উদ্দেশ্যে, বইটা কি এখন হাতে নিছেন নাকি নিজের নাম নাই দেইখ্যা এতো জল ঘোলা করছেন ??
৪. গতবছরের বই ছাপাইয়া তো ছাপাকল অনেকে ব্যবসা করছে এবারো না হয় করল, কিন্তু আপনার তো লেখাই নাই তাহলে এতো তড়পানী কেন ??
৫. যদি কারো কোন লেখা একান্তই ব্যক্তিগত হয় তবে তা অবশ্যই লেখায় উল্লেখ থাকা উচিত এবং সেটা আর কোথাও না ছাপানোর জন্য অনুরোধ করতে পারেন, কেননা আপনি এখানে লিখতে শুরু করেছেনই দস্তক্ষত দিয়ে ।
পরিশেষঃ মজা করার অনেক উপায় আছে । অনেক বিষয় আছে কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ কইরেন না ।
বই না কিনলে কিনেন না । আমার স্টোরে আরো ৫০০ বই ড্যাপ করার জায়গা আছে সমস্যা নাই । গতবারে তো বই কিনছে ৭০ পিস, আর বিলানো হইছে ৫০ পিস বাকিটা এখন জমা আছে , তবে কি প্রকাশক হিসেবে বলব; আপনাদের লেখা পাবলিক খায় না ??? তাতে হয়তো আপনাকে ক্ষেপানো যায়, মজা করা যায় তবে থুথু কিন্তু নিজের গায়েই আসে ।
[এই লেখা কাউকে উদ্দেশ্য করে নয় ; শুধু বিনম্র প্রত্যাশা অযথা জল ঘোলা করবেন না ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।