মৌলিকত্ব ও সৃজনশীলতার পূজারী ও সাধক আমি আর সিন্ডিকেটিং এড়িয়ে চলি সযত্নে।
মাঝেমইদ্যে আম্মাজানের উপরে আমার বেশ মিজাজ খারাব অয়, যদিও মিজাজ খারাব হওন হয়তো উচিত না এই ক্ষেত্রে। কারণডা আর কিচ্চু না, আমার লাইগ্যা তার মাত্রাতিরিক্ত আত্মত্যাগ, যা প্রায়ই সীমা ছাড়াইয়া যায় (কওন যায়- নিজের উপরে অত্যাচার)। তয় মিজাজ খারাব অইলেও আমি তহন কিচ্চু কই না তারে, কারণ আমি বুঝি এই কাম কইরাই সে সবচে বেশি সুখ পায়। তাইলে আর কী, করুক, করতে থাকুক! তার ঋণ শোধ কইরা যেহেতু তারে সুখী করবার পারুম না, এর চেয়ে বিনা প্রতিবাদে চুপ কইরা চাইয়া চাইয়া তার মাত্রাতিরিক্ত আত্মত্যাগঐ দেহি, বাধা দেই না, তবুও সে মানসিক প্রশান্তি লাভ করৌক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।