মন খুলে কথা বলুন....
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্ট ব্যবহার করে উইন্ডোজে সব ধরনের কাজ করা যায়। যেমন নতুন ব্যবহারকারী তৈরি, উইন্ডোজ রেজিস্ট্রি সম্পাদনা পরিবর্তনের মতো ব্যবস্থাপনাসংক্রান্ত কাজ করা যায়। অন্যান্য ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে এ ধরনের কাজ করা যায়। কোনো কারণে এই ব্যবহারকারী অ্যাকাউন্টের সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) ভুলে গেলে অন্য কোনো ব্যবহারকারী এটি পরিবর্তন বা নতুন করে নির্ধারণ করতে পারে না।
উইন্ডোজের ইনস্টলেশন সিডি ব্যবহার করে এই কাজ করা যায়। এই পদ্ধতিতে কাজ করার আগে শুরুতে কম্পিউটার চালুর উত্স হিসেবে সিডি-রম বা ডিভিডি-রম ড্রাইভ নির্বাচন করা থাকতে হবে। এবার সিডি-রম ড্রাইভে উইন্ডোজ এক্সপির সিডি প্রবেশ করিয়ে কম্পিউটার পুনরায় চালু করতে হবে।
কম্পিউটার চালু হওয়ার সময় Press any key to Boot from CD or DVD বার্তা দেখালে কি-বোর্ড থেকে যেকোনো বোতাম চাপুন। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে উইন্ডোজে নতুন করে ইনস্টল বা রিপেয়ারের অপশন দেখা যাবে।
তখন এন্টার করুন। এর পরই উইন্ডোজ এক্সপি লাইসেন্স এগ্রিমেন্টে সম্মতি দিতে F8 চাপুন। নতুন ইনস্টলেশন বা রিপেয়ার শুরু করার আগে এবার পুনরায় জিজ্ঞসা করা হবে। এ পর্যায়ে রিপেয়ারের জন্য R চাপতে হবে। রিপেয়ার কোন পর্যায়ে রয়েছে এটি বাম পাশের প্যানেল থেকে দেখা যাবে।
Installing Windows পর্যায়টি চলার সময় Shift+F10 চেপে ডস চালু করতে হবে। ডসে এসে NUSRM-এ R.CPL লিখলে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করা যাবে। এ তালিকা থেকে administrator-এর পাসওয়ার্ড পরিবর্তন বা মুছে ফেলা যাবে। এমনকি এখন থেকে নতুন ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরিরও অপশন পাওয়া যাবে। রিপেয়ারের বাকি অংশ সম্পন্ন হওয়ার পর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে উইন্ডোজে ঢোকা (লগ-ইন) যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।