আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা: সৃজনশীল প্রশ্নোত্তর -ইসলাম শিক্ষা: অধ্যায়-২



২৮। কিয়াসের মূলনীতি কিসের পরিসীমার মধ্যে থাকতে হবে? (ক) জ্ঞানের (খ) প্রজ্ঞার (গ) বিচক্ষণতার (ঘ) দূরদর্শিতার ২৯। হজরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশার প্রথমদিকে সাধারণত হাদিস লেখা নিষেধ ছিল। কারণ— i. আরবের লোকেরা ছিল প্রখর স্মৃতির অধিকারী ii. আল কোরআনের সঙ্গে হাদিসের সংমিশ্রণে আশঙ্কা থাকত iii. মুখস্থ করার প্রতি কারও উত্সাহ থাকত না নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii ৩০। ঝামেলা ও ব্যস্ততা অবসানের পর আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলে কি উপকার হয়? i. মনে প্রশান্তি আসে ii. আত্মার উন্নতি হয় iii. কোন প্রকার ঝামেলা আসে না নিচের কোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) i ও iii ৩১।

যে কাজ পালন করা মুসলমানের ওপর ফরজ কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি তা সম্পন্ন করে, তবে অবশিষ্ট সবাই এ কাজের দায়িত্ব থেকে মুক্ত হয়, এরূপ কাজকে কি বলে? (ক) ফরজে আইন (খ) ফরজে কিফায়া (গ) ওয়াজিব (ঘ) নফল নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করার উদ্দেশে আল্লাহ তায়ালা মানুষের জন্য কিছু কিছু বস্তু হারাম করেছেন, আর কিছু কিছু বস্তু হালাল করেছেন। যেমন—পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম এবং মহিলাদের জন্য তা হালাল। ৩২। হালালের গুরুত্ব হলো? i. মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর ii. মানুষের জন্য উপাদেয় iii. কোনটিই নয় নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) iii (ঘ) ii ৩৩। ইলমে শরীআতে যেসব খাদ্য, পানীয় এবং বস্তু হারাম করা হয়েছে, তা অবশ্যই পরিত্যাজ্য।

কারণ এসব খাদ্যে এমন সব উপাদান রয়েছে যা— i. সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায় ii. উন্মাদনা সৃষ্টি করে iii. মানুষের স্মৃতিশক্তি লোপ করে দেয় নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii ৩৪। আল কোরআনের আয়াতের ক্রমধারা রক্ষা করা কি? (ক) ফরজ (খ) সুন্নাত (গ) ওয়াজিব (ঘ) মুস্তাহাব ৩৫। সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রচেষ্টা চালালে আল্লাহ তাঁর কী উন্মুক্ত করে দেন? (ক) মস্তিষ্ক (খ) বুদ্ধি (গ) অন্তর (ঘ) জ্ঞান ৩৬। কোন ক্ষেত্রে কিয়াস প্রযোজ্য? (ক) যে ক্ষেত্রে আল কোরআনে সরাসরি সমাধান পাওয়া যায় না (খ) যে ক্ষেত্রে আল কোরআন ও আল হাদিসে সরাসরি সমাধান পাওয়া যায় না (গ) যে ক্ষেত্রে আল কোরআন, সুন্নাহ ও ইজমায় সরাসরি সমাধান পাওয়া যায় না (ঘ) যে ক্ষেত্রে ইজতিহাদ করা সম্ভব নয় ৩৭। আল কোরআন কেন আরবি ভাষায় অবতীর্ণ হয়? i. আরবি ভাষা সহজ ছিল ii. মহানবী (সা.) ও তাঁর পূর্ববর্তী নবীর ভাষা আরবি iii. মহানবী (সা.)-এর ভাষা ও তাঁর কাওমের ভাষা আরবি নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) iii (ঘ) i ও iii ৩৮।

যে ব্যক্তি আল কোরআন পড়তে গিয়ে আটকে যায় তাকে কী পরিমাণ সওয়াব দেওয়া হবে? (ক) দ্বিগুণ (খ) তিনগুণ (গ) পাঁচগুণ (ঘ) ১০ নেকি ৩৯। মুসলমানগণ পরস্পর ভাই ভাই। কারণ, তারা— i. একই মসজিদে সালাত আদায় করে ii. এক আল্লাহ ও রাসুলের অনুসারী iii. একই ধর্মে ও আদর্শে বিশ্বাসী নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) iii ৪০। হজরত আবু বকর (রা.)-এর খেলাফতকালে আল কোরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কারণ— (ক) আল কোরআন বিভিন্ন দেশে প্রেরণের প্রয়োজন ছিল (খ) ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফিজে আল-কোরআন শহীদ হয়েছিল (গ) আল-কোরআন তিলাওয়াতে বিভিন্ন অসুবিধা হচ্ছিল (ঘ) শাসনকার্য পরিচালনায় বিবিধ সমস্যা দেখা দিয়েছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.