সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে
ইঞ্জিন নৌকোর
মুখোমুখি ছুটে আসে এ্যারাবিয়ান সী
সুবিশাল - নীল
তারও চেয়ে অসহ্য সুন্দর
বাঁ দিকে বসা মেরুন মিষ্টি স্কার্ট
আমার জানা ছিলো না
পর্যটকের দৃষ্টিও
এত শূন্য হতে পারে
অসংকোচ হাওয়ার স্নানে কাল্লাই নদী--
দলবাঁধা চোখের ল্যান্সে
লোনা লোনা জল - ঐ নিঃসঙ্গার আড়চোখে দেখে নেয়া আরব সাগর
আকাশে ঘুমের মত মেঘ
অজস্র নারকেল-সুপুরির ক্যালিগ্র্যাফি'র মাঝে
সন্ধ্যার বিবশ আলোয় বসে ছিলো মেরুন মেরুন স্কার্ট
হলদে পুঁথির পাতার মত বসে ছিলো একলা সিন্যাগগ্
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।