আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ এবং মন্ত্রীসভার রাজাকার সদস্যদের ব্যাপারে একখানা সুপারিশ......

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

আমরা বড় দূর্ভাগা জাতি, যে স্বাধীনতার এত বছর পরেও রাজাকারদের বিচার করতে পারিনি, উপরন্তু ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো তাদের বানিয়েছে সংসদ সদস্য, মন্ত্রীসভার সদস্য। আমরা নিরীহ জনগণ শুধু চেয়ে চেয়ে দেখলাম, হ্যাঁ, অস্বীকার করবনা ভোট দিয়ে এই জারজ সুসন্তানদের(!) আমরাই নির্বাচিত করেছি। কষ্ট লাগে যখন দেখি ওরা গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে বীরদর্পে ফাঁকা-রাস্তায় আমাদের সামনে দিয়ে যায়। দেশের নিয়ম অনুযায়ী যেহেতু মন্ত্রীদের গাড়িতে বাংলাদেশের পতাকা থাকবেই তাই আমি সুপারিশ করছি, রাজাকার মন্ত্রীদের গাড়িতে দুইটা করে বাংলাদেশের পতাকা লাগানো হোক। লাভ- ১। আমরা রাজাকার মন্ত্রীদের সহজে চিনতে পারব, রাস্তায় টিজ করতে পারব ২। এটাই আসল উদ্দেশ্য- বাংলাদেশের পতাকা দেখলে এদের এমনেই গা জ্বলে, স্বাভাবিক নিয়মেই, দুইটা পতাকা দুইপাশে থাকলে যেদিকেই তাকাক, সামনে বাংলাদেশের পতাকা দেখবে, গা জ্বলতে থাকবে সারাক্ষণ রাজাকারদের টিজ মজাই আলাদা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।