Every emotion have a feelings. But every feelings have no emotion.
বিশ্বাস করুন আর নাই করুন, দা-কুমড়ো কিংবা সাপে-নেউলে র মতোই আমদের ঢাকা শহরের আরেকটা সম্পর্কের নাম “ভাড়াটে-বাড়িওয়ালা”।
তবে বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতার দিন এবার বোধ হয় সত্যিই ঘুচে গেল।
এবার ভাড়াটেরা মিলে তাদের অধিকার আদায়ের জন্য তৈরী করেছেন “ঢাকাস্থ ভাড়াটিয়া ঐক্য পরিষদ”। শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিলিয়ে ও পোষ্টার লাগিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তাঁরা। মানববন্ধনও করেছেন।
একটা, কথা না বললেই নয়, ভাড়াটেদের একাট্টা করার বুদ্ধিটা যার মাথায় এসেছে তাঁর নাম আবদুর রহমান। তিনি এই ঐক্য পরিষদের আহ্বায়ক। ভাড়া থাকেন তিনি উত্তর মুগদায়। সেখানেই একটা মুদি দোকান চালান তিনি। নিজের পকেটের টাকা খরচ করে লিফলেট ছাপিয়ে বিলি করেন তিনি।
এর পর থেকেই ঐ এলাকার অনেক বাড়িওয়ালারাই নেক নজর হারিয়েছেন তিনি। তবে এলাকার ভাড়াটিয়াদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছেন এই মানুষটি। অনেক এলাকা থেকেই এখন প্রতিদিন তার কাছে ভাড়াটিয়াদের ফোন আসে।
এই মানুষটির কাছেও আমাদের সবার অনেক কিছুই শেখার আছে। আয়ের বিরাট একটা অংশ দিয়ে ভাড়া থাকেন যে মানুষটা, তারও অধিকার আছে জানতে চাওয়ার, বলতে পারার।
বাড়িওয়ালার দয়ার পাত্র তাঁরা নন,কেউ তাঁদের দয়া করছে না- এই সহজ সত্যটা বোঝার সময় হয়েছে এবার।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।