আমার সম্পর্কে জেনে ফায়দা নেই
প্রসেসর জগতের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী INTEL খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে নতুন মাল্টিকোর প্রসেসর Core i9। INTEL তাদের এই প্রসেসর ডেভেলপমেন্ট প্রজেক্ট এর নাম দিয়েছে "Project gulftown"।এ প্রসেসর সম্পর্কে যতটুকু জানা গেছে তা হল-
Core i9 প্রসেসর ৩২ ন্যানোমিটার আকারের মাল্টিকোর প্রসেসর।বর্তমানে প্রচলিত প্রসেসরগুলোর মধ্যে সবচেয়ে ছোট আকারের হবে এটি।এতে থাকবে ৬টি কোর,১০৬৬ মেগাহার্টজ ডিডিআর৩ মেমোরি সাপোর্ট। INTEL hyperthreading technology ও turbo boost technology সুবিধা থাকবে এতে।বলা হচ্ছে এটি Core i7 প্রসেসর থেকে ৫০% দ্রুতগতি সম্পন্ন হবে।
২০১০ সালের প্রথম দিকে বাজারে আাসবে এটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।