আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে বিজয় উৎসব’০৯

স্বাগতম

কেমন আছি সৌদি আরবে –চৌদ্দ পর্ব সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-খুবারে শহরে মাননীয় রাস্ট্রদুত এম ফজলুল করিমের উপস্থিতিতে উদযাপিত হলো ৩৮তম মহান বিজয় দিবস।অনুষ্ঠানটি মুলত বিজয় দিবস উপলক্ষে হলেও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সমস্যা এখানে আলোচিত হয়। রাস্ট্রদুতকে স্বাগত জানাতে শিশুরা দাঁড়িয়ে আছে জনাব ফজলুল করিম আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন রাস্ট্রদুতের নিকট প্রশ্নউত্তর পর্বে যে সকল বিষয় আলোচিত হয়ঃ • বাংলাদেশীদের ভিসা কবে নাগা্দ চালু হবে। • শুধু মাত্র বাংলাদেশীদের তানাজুল বা স্পনসরশীপ পরিবর্তন না হবার কারন কি? • ১৮বছরের উপড় স্কুলের ছেলে-মেয়েদের ভিসা বন্ধ করে রেখেছে কেন? • প্রফেসন ভাল থাকা সত্ত্বেও ফ্যামিলী ভিসা দিচ্ছেনা কেন? • পাসপোর্টের নুতন বই বা রিনিউ করতে এখানে ভোর ৫টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ব্যর্থ হচ্ছেন এই অব্যবস্থার অবসান হবে কি? • বাংলাদেশীদের অবাধে অপরাধী বানিয়ে জেল জুলুম করা হচ্ছে,তাদের ছাড়িয়ে নিতে কি পদক্ষেপ নিয়েছেন? • যে সব বাংলাদেশী এদেশে এসে বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছেন মুখচেনা হলেও তাদেরকে ধরা হয়না কেন? • বাংলাদেশ ইন্টাঃস্কুলের নির্বাচনের তারিখ কেন ঘোষনা হচ্ছেনা। উপরোক্ত প্রশ্নের উত্তরও ছিল গদেবাধা।আমাদের সমস্যার কোন সমাধান যে তিনি করতে পারবেনা,এসব নির্ভর করছে দুই সরকারের সম্পর্কের উপড় আমরা তা জানি।খোদ প্রধানমন্ত্রী যেখানে পারলেননা তিনি আর কি করবেন! বাংলাদেশ ইন্টাঃস্কুলের ছাত্রীরা গান গাইছেন বাংলাদেশ কমিউনিটির একাংশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.