আমাদের কথা খুঁজে নিন

   

যুবরাজ সিং-মোহাম্মদ ইউসুফ খেলবেন ব্রাদার্সে

ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হবার লক্ষে দলে টানছে বেশ কিছু বিদেশি তারকা ক্রিকেটার। তারমধ্যে শোনা যাচ্ছে ভারতের যুবরাজ সিং ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের নাম।
 
 
ইতোমধ্যেই লটারীতে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন তামিম ইকবালকে দলে পেয়েছে।
 
 
এছাড়া দলে এখনো বিদেশি খেলোয়াড় নেবার সুযোগ আছে। ম্যাচে ৩ জন  বিদেশি খেলোয়াড় খেলতে পারলেও ১০ জনকে রেজিষ্ট্রেশন করাতে পারবে ক্লাবটি।

 
 
চমক দেখানোর ইচ্ছায় থাকা ব্রাদার্স ইউনিয়ন এবার ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য যুবরাজ সিংকে খেলাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের ক্যান্সার জয়ী এই ক্রিকেটারও বাংলাদেশের মাটিতে খেলতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে কথাবার্তা শেষ হবার পর এখন চূড়ান্ত কথাবার্তা চলছে বলে জানিয়েছে ক্লাব সূত্র। তবে ১০-২৫ সেপ্টেম্বর পর্যন্ত যুবরাজকে পাওয়া যাবে।
 
 
তবে শুধু ভারতীয় নয় পাকিস্তানের খেলোয়াড়দের সাথেও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন ক্লাব সূত্র।

পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, ব্যাটসম্যান ইমরান নাজির ও অলরাউন্ডার রানা নাভেদকে খেলানোর ইচ্ছা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের।
 
 
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ছাড়পত্র না দিলে ভারত ও শ্রীলংকা থেকে একাধিক খেলোয়াড় আনার পরিকল্পনা নিয়েছে ব্রাদার্স।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।